RBI Bans Paytm Payments Bank: নতুন গ্রাহক নিতে পারবে না Paytm Payments Bank। ডিজিটাল ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে ব্যাঙ্কে তদারকির পরেই উঠতে পারে এই ব্যান।


RBI On Paytm: পেটিএম নিয়ে কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?


পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে আইটি সিস্টেমে তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অবিলম্বে অডিট ফার্মকে দিয়ে আইটি সিস্টেমের অডিট করাতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে RBI বলেছে, "ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 35A-এর অধীনে Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আরবিআই আজ তার ক্ষমতা প্রয়োগ করে, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন, 1949-এর ধারা 35A-এর অধীনে এই নির্দেশ দিয়েছে৷ Paytm Payments Bank Ltd-কে অবিলম্বে নতুন গ্রাহক নেওয়া বন্ধ করতে হবে।"


RBI Bans Paytm Payments Bank: বিবৃতিতে এই বলেই অবশ্য থেমে থাকেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। পেটিএমকে তার আইটি সিস্টেমের বিস্তারিত অডিটের জন্য একটি আইটি অডিট ফার্ম নিয়োগ নির্দেশ দেওয়া হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বলেছে, Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এখন থেকে আর নতুন গ্রাহক নিতে পারবে না। তবে আইটি-র রিপোর্ট পর্যালোচনা করার পরে আরবিআই-এর অনুমতি পেলেই পুরোনো কাজ চালু করা যাবে। প্রেস নোটে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কে কিছু বিষয় তাদের উদ্বেগে রেখেছে। সেই কারণেই অবিলম্বে অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। 


RBI On Paytm:  2016-র অগাস্টে রেজিস্টার্ড হয়েছিল Paytm Payments Bank। পরে 2017-র মে মাসে নয়ডায় একটি শাখা থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে এই ব্যাঙ্ক। দেশের ব্যাঙ্কিং ব্যানের অতীত বলছে,  2020 সালের ডিসেম্বরে প্রায় একই কাজ করেছিল আরবিআই। সেবার এইচডিএফসি ব্যাঙ্ককে নতুন ডিজিটাল পণ্য বা পরিষেবা চালুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান না করা পর্যন্ত নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে বাধা দিয়েছিল RBI।


আরও পড়ুন : LIC Policy ALert: প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন ? এই নামে কোনও পলিসি নেই LIC-র


আরও পড়ুন: SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ