SBI Alert: ব্যাঙ্কের সমস্যায় হন্যে হয়ে ঘুরতে হবে না চারিদিকে। এবার আপনার পাঁচ কাজে করে দেবে এক নম্বর। এই টোল ফ্রি নম্বরে (SBI Toll Free Number) কল করলেই স্টেট ব্যাঙ্ক করবে সমস্যার সমাধান। জেনে নিন, এমন কী সুবিধা দিচ্ছে SBI।
State Bank Of India: কয়েক মিনিটেই পাবেন সমাধান ?
কোটি কোটি SBI গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। আপনারও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে, তাহলে পাবেন এই নতুন সুবিধা। ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও সমস্যা হলে এখন আপনি কয়েক মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলতে পারবেন। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, এসবিআই কিছু নম্বর নিয়ে এসেছে। যার ভিত্তিতে আপনি ব্যাঙ্কিং সুবিধা পেতে পারেন।
SBI Update: ট্যুইট করে কী বলছে ব্যাঙ্ক ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অফিশিয়াল ট্যুইটে লিখেছে, এখন আপনি পথে চলতে চলেতেই ব্যাঙ্কিংয়ের সাহায্য পেতে পারেন। এর জন্য আপনাকে শুধু আপনার ফোনে একটি নম্বর রাখতে হবে। এসবিআই চটজলদি ব্যাঙ্কিংয়ের জন্য দুটি নম্বর প্রকাশ করেছে। যার উপর ভিত্তি করে কেউ সব ধরনের ব্যাঙ্কিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
SBI Toll Free Number: এই নম্বরটি ফোনে সেভ করুন
এসবিআই বলেছে, আপনি ব্যাঙ্ক সম্পর্কিত যেকোনও ধরনের সমস্যার জন্য 1800 1234 বা 1800 2100 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।এখন আপনি 24x7 ব্যাঙ্কিং পরিষেবায় এই বিষয়গুলি জানতে পারবেন
১ অ্যাকাউন্ট ব্যালেন্স ও শেষ 5টি লেনদেন
২ এটিএম কার্ড ব্লক ও ডিসপ্যাচের স্ট্যাটাস
৩ চেকবুকের বইয়ের ডিসপ্যাচ স্ট্যাটাস
৪ টিডিএস-এর বিবরণ ও ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেট ই-মেইলের মাধ্যমে পেয়ে যাবেন।
৫ পুরোনো এটিএম কার্ড ব্লক করার পর নতুনের আবেদন করতে পারবেন এই নম্বরে
SBI YONO: আপনি YONO অ্যাপ থেকেও তথ্য পেতে পারেন
এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ SBI YONO-র মাধ্যমে আপনি অ্যাকাউন্টে জমার পরিমাণের তথ্য পেতে পারেন। এ ছাড়াও, আপনি অ্যাপের মাধ্যমে ই-পাসবুক তৈরি করতে পারেন।