SBI Update: আপনারও যদি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এখন মাত্র কয়েক মিনিটেই মধ্যেই ইচ্ছে অনুযায়ী টাকা পেয়ে যাবেন আপনি। গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে SBI। যেখানে মাত্র ৪ ক্লিকে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই এখন যখনই আপনার অর্থের প্রয়োজন হবে, এসবিআই (State Bank Of India) আপনার অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করবে।


SBI Loan Facility: সহজেই পাবেন আগের অনুমোদিত ব্যক্তিগত ঋণ
স্টেট ব্যাঙ্ক এখন গ্রাহকদের জন্য প্রাক-অনুমোদিত ব্যক্তিগত ঋণের (Pre Approved Personal loan) সুবিধা প্রদান করছে। যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মিনিটের মধ্যে ঋণ নিতে পারেন।


SBI Loan Facility: এই ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক


স্টেট ব্যাঙ্ক টুইট করে এই তথ্য জানিয়েছে। ব্যাঙ্ক টুইটে লিখেছে, মাত্র ৪ ক্লিকেই পাবেন এই সুবিধা। SBI-এর প্রাক-অনুমোদিত এই ব্যক্তিগত ঋণ ছাড়াও আপনি YONO App ও Online SBI-এর মাধ্যমে ঋণ নিতে পারবেন।


SBI Update: আপনার রেজস্টার্ড নম্বর থেকে SMS করুন


ব্যাঙ্কের এই সুবিধার সুবিধা নিতে ও আরও তথ্যের জন্য আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মাত্র একটি এসএমএস করতে হবে। ব্যাঙ্ক লিখেছে যে, আপনি মাত্র ৪ ক্লিকে আপনার প্রাক-অনুমোদিত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। এছাড়াও, আপনি YONO ও OnlineSBI-এর মাধ্যমে তাত্ক্ষণিক ঋণ পাবেন।
এই কাজের জন্য আপনাকে ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই। আপনার সবে কাজ ঘরে বসেই হয়ে যাবে।


SBI Loan Facility: কীভাবে ঋণ পাবেন ?


প্রথমে YONO অ্যাপে লগ ইন করুন। 
এরপর Avail now-এ ক্লিক করুন। 
এই পর্বে ঋণের পরিমাণ নির্বাচন করুন। 
অবশেষে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখুন। 
এর পরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।



আরও পড়ুন :Post Office: ৩৩৩ টাকা দিয়ে পান ১৬ লক্ষ, এই স্কিম দিচ্ছে দারুণ সুবিধা