NPCI Update:  গত বছর ৮ ডিসেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, UPI-এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে লেনদেনের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হবে। তবে শুধুমাত্র হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই বর্ধিত সীমা প্রযোজ্য হবে বলে জানা গিয়েছিল। সম্প্রতি NPCI জানিয়েছে আগামী ১০ জানুয়ারি থেকেই এই বর্ধিত সীমার সুবিধে ভোগ করতে পারবেন UPI গ্রাহকরা। NPCI এই মর্মে সমস্ত পরিষেবা প্রদানকারী সংস্থাকেই এই নির্দেশ দিয়েছে।


গ্রাহকরা এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের ক্ষেত্রে টাকা লেনদেনের সময় UPI মারফত সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন। ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস অ্যাপ এবং ইউপিআই অ্যাপগুলিকে এ ব্যাপারে নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ জারি করেছে ইতিমধ্যেই। মার্চেন্টদের বলা হয়েছে, ইউপিআই ব্যবস্থা চালু করে তার মাধ্যমে লেনদেন করার জন্য। এদিন একটি নির্দেশিকা জারি করে এনপিসিআই সমস্ত পরিষেবাদানকারী অ্যাপগুলিকে জানিয়েছে যাতে তারা ১০ জানুয়ারির মধ্যেই সব ধরনের রদবদল করে নিতে পারেন।


এই বছর শুরুর আগেই UPI পরিষেবায় বেশ কিছু বদল এনেছিল NPCI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) Paytm, Google Pay, PhonePe এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে UPI আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে। এক বছরেরও বেশি সময় ধরে যে UPI আইডিগুলি নিষ্ক্রিয় ছিল, সেগুলি এবার বন্ধ হবে। UPI আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি ১২ মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে ৷ মূলত, এই আইডিগুলির অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


কী কী বদল এসেছে UPI-তে ?


এবার থেকে ২০০০ টাকার বেশি এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট UPI লেনদেনের জন্য ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে।


অনলাইন পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে, আগে লেনদেন করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে ২০০০ টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘণ্টার সময়সীমা থাকবে। শীঘ্রই UPI সদস্যরা 'ট্যাপ অ্যান্ড পে' বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন।


UPI এটিএম:


RBI দেশব্যাপী UPI ATM চালু করতে চলেছে৷ এই ATMগুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি QR কোড স্ক্যান করতে পারেন।


আরও পড়ুন: m-Aadhaar: আধার এখন মোবাইলেই, m-Aadhaar অ্যাপে প্রচুর সুবিধে ! জানেন কীভাবে প্রোফাইল বানাবেন ?