PF transfer: একটা সংস্থা ছেড়ে অন্য সংস্থায় কাজ, ঘন ঘন চাকরি বদল এসবের মধ্যে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা ট্রান্সফার করতে অনেকেই ভুলে যান। আগের চাকরি ছাড়ার পর অনেক সময়ই আর নতুন চাকরির জন্য আলাদা করে পিএফের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না কারও। আর এতেই ভবিষ্যতে সমস্যায় পড়েন কর্মীরা। প্রভিডেন্ট ফান্ডের আমানত একবারে তুলতে গিয়ে গোলযোগ দেখা দেয়।
অনেকেই মনে করেন তাদের পুরনো পিএফ অ্যাকাউন্টের UAN নম্বরের সঙ্গে নতুন পিএফ অ্যাকাউন্ট আপনা থেকেই লিঙ্ক হয়ে যাবে। কিন্তু তা আদপে ঘটে না। EPFO-র ওয়েবসাইটে গিয়ে কর্মীকে নিজেকেই পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হয়। আর লিঙ্ক না হলে আগের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতেও সমস্যা হয়।
প্রভিডেন্ট ফান্ড কী?
এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড বা EPF আদপে একটি সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) যা অবসরের কথা মাথায় রেখে কর্মী এবং সংস্থা দু'পক্ষের একটি যৌথ বিনিয়োগের উপর কিছু টাকা সঞ্চয়ে সাহায্য করে কর্মীকে। এক্ষেত্রে কর্মী যদি সংস্থা বারবার বদল করেন, তাকে পিএফ অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করে নিতে হয় বা পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট সংযুক্ত করতে হয়। আর এই কাজটি চাইলে যে কেউ বাড়ি বসে করে ফেলতে পারেন খুবই সহজে।
কীভাবে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন?
- প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে লগ ইন করতে হবে আপনাকে।
- আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড লিখে সাবমিট করুন।
- এরপর অনলাইন সার্ভিসেস ট্যাব থেকে 'One Member One EPF Account (Transfer Request)' অপশনে ক্লিক করুন।
- এরপর একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনাকে আপনার নতুন চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে।
- এখানে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে যে আপনার আগের সংস্থা নাকি বর্তমান সংস্থা, কে আপনার এই ট্রান্সফারের আবেদনটি অনুমোদন করবেন।
- পুরনো সংস্থার যে UAN নম্বর সেটি উল্লেখ করুন।
- এরপরে ক্লিক করুন Get Details অপশনে, এর ফলে আপনি আপনার EPF সংক্রান্ত সমস্ত তথ্য একবারে দেখতে পারবেন।
- যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
- এরপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে একটি OTP নম্বর যাবে সেটি উল্লেখ করুন।
- এই আবেদন একবার যাচাই করে নিয়ে সাবমিট করে দিন।
- আবেদন করার ১০ দিন পর আপনার নতুন সংস্থার কাছে এই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের আবেদনের একটি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিন।
মনে রাখতে হবে, এই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করতে ৩০-৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে যে রেফারেন্স নম্বর আপনি পাবেন তার ভিত্তিতে আপনার আবেদনের প্রক্রিয়ার স্ট্যাটাস দেখতে পারবেন আপনি নিজেই।
আরও পড়ুন: IRCTC: আপনার নামে টিকিট, যাবে অন্যজন ! কীভাবে টিকিটে যাত্রীর নাম বদলাবেন ?