Lenovo Mobile Phones

Lenovo Mobile Phones

চিনা টেক জায়ান্ট লেনোভো বর্তমানে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক সংস্থাগুলির মধ্যে একটি। লেনোভো ১৯৮৪ সালে যাত্রা শুরু করেছিল। লেনোভোর বিশ্বের ৬০ টি দেশে অফিস রয়েছে, আর লেনোভো প্রায় ১৬০ টি দেশে পণ্য বিক্রি করে। লেনভোর প্রাথমিক ব্যবসা হ'ল কম্পিউটার, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টফোন, ইলেকট্রনিক্স স্টোরেজ ডিভাইস, আইটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্মার্ট টিভি। নিজেদের ধারাবাহিকভাবে আরও ক্ষমতাশালী করতে লেনোভো ২০০৫ সালে আইবিএমের ব্যক্তিগত কম্পিউটার ব্যবসা কিনেছিল। লেনভো ২০১৪-তে সালে আইবিএন এর ইন্টেল বেস্ট সার্ভার নেটওয়ার্কও কিনেছিল। লেনোভো ২০১২ সালে স্মার্টফোন বাজারে প্রবেশ করেছে। লেনোভো ২০১৪ সালে গুগল থেকে মোটোরোলা মোবিলিটি কিনে নিয়েছিল। ল্যাপটপ এবং কম্পিউটারের বাজারে একটি বিশেষ জায়গা তৈরির পরে, লেনোভো স্মার্টফোন বাজারের দৌড়ে সামিল হতে যথাসাধ্য চেষ্টা করেছে। চিনা সংস্থা লেনোভোর কে সিরিজ ভারতে বেশ জনপ্রিয় হয়। কে সিরিজের মাধ্যমে ২০১৫-১৬ সালে লেনোভো ভারতে সেরা ৫ স্মার্টফোন সংস্থার মধ্যে ছিল। তবে শাওমি, ভিভো, ওপ্পোর মতো সংস্থার আগমনের পরে সংস্থাটি পিছিয়ে পড়েছে।