Lava Phones: ভারতে আসছে নতুন ৫জি ফোন, থাকবে ২টো ডিসপ্লে, সাধ্যের মধ্যে দাম থাকা এই মডেলে আর কী কী ফিচার থাকতে চলেছে?
Lava Blaze Duo 3: ১৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোন। এক্স মাধ্যমে ঘোষণা করেছে লাভা সংস্থা।

Lava Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। লাভা ব্লেজ ডুয়ো ৩ লঞ্চ হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশ পেয়েছে। ম্যাট ফিনিশে লঞ্চ হবে এই ফোন। এছাড়াও লাভা ব্লেজ ডুয়ো ৩ লঞ্চ হতে চলেছে একটি ফ্ল্যাট রেয়ার প্যানেল নিয়ে। একটি সেকেন্ডারি রেয়ার ডিসপ্লেও থাকবে এই ফোনে। সেখানে থাকবে ক্যামেরা মডিউলও। লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে। একটি AMOLED স্ক্রিন থাকবে এই ফোনে। এছাড়াও ইউজাররা পাবেন মিডিয়াটেক চিপসেট সাপোর্ট। এর পাশাপাশি থাকবে ফাস্ট চার্জিং সাপোর্টও।
লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোন কবে লঞ্চ হবে ভারতে
১৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোন। এক্স মাধ্যমে ঘোষণা করেছে লাভা সংস্থা। অফ-হোয়াইট রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। ফোনের পিছনের অংশে থাকবে ম্যাট ফিনিশ। ব্যাক প্যানেল হবে ফ্ল্যাট। চারকোণের অংশ থাকবে সামান্য গোলাকার। স্লিম ডিজাইনে লঞ্চ হতে চলেছে ভারতের নিজস্ব সংস্থা লাভা- র নতুন ফোন। এর আগে শোনা গিয়েছিল, কালো রঙেও লঞ্চ হবে লাভা ব্লেড ডুয়ো ৩ ফোন।
লাভা ব্লেজ ডুয়ো ৫জি ফোনের সঙ্গে অনেক মিল থাকতে চলেছে লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনের ডিজাইনের। জানা গিয়েছে, লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সেখানে দুটো বড় ক্যামেরা লেন্স সাজানো থাকবে লম্বালম্বি ভাবে। এছাড়াও থাকবে এলইডি ফ্ল্যাশ। লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনে একটি ছোট আয়তাকার সেকেন্ডারি ডিসপ্লেও থাকতে চলেছে। সেখানে মূলত নোটিফিকেশন, ক্যামেরা প্রিভিউ, দ্রুত যোগাযোগের ফিচার - এগুলি দেখা যাবে। লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনে AI ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও ফোনের পিছনের অংশে নীচের দিকে 'Lava' ব্র্যান্ডিং লেখা থাকবে লম্বালম্বি ভাবে। এর পাশাপাশি থাকবে ছোট করে লেখা 5G চিহ্ন। অর্থাৎ বোঝা যাচ্ছে, লাভা ব্লেজ ডুয়ো ৩ একটি ৫জি ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। লাভা ব্লেজ ডুয়ো ৩ ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। এর পাশাপাশি ১.৬ ইঞ্চির সেকেন্ডারি রেয়ার স্ক্রিনও থাকতে চলেছে লাভা সংস্থার আসন্ন ফোনে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৬০ চিপসেট থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।






















