Motorola Mobile Phones

Motorola Mobile Phones

মোটোরোলা একসময় আমেরিকান বহুজাতিক সংস্থা ছিল। মোটোরোলা-র যাত্রা শুরু ১৯২৮ সালে। মোটোরোলা চালু করা ওয়্যারলেস টেলিফোন সেলুলার ফোনের জগতে বড় পরিবর্তন এনে দিয়েছিল। মোটোরোলা ১৯৭৩ সালে প্রথম সেলুলার ফোন লঞ্চ করেছিল। তবে, ২০১১ সালে মোটোরোলা দুটি ভাগে বিভক্ত হয়েছিল। একটি সংস্থার নাম ছিল মোটোরোলা মোবিলিটি এবং অন্য সংস্থার নাম মোটোরোলা সলিউশন। ২০১২ সালে মোটোরোলা মোবিলিটি টেক জায়েন্ট গুগল কিনে নিয়েছিল। তবে এর দু'বছর পরে গুগল চিনের টেক জায়েন্ট লেনোভোর কাছে মোটোরোলা মোবিলিটিকে বিক্রি করে দেয়। তবে গুগল এবং লেনোভো মোটোরোলার ব্র্যান্ডের নাম পরিবর্তন করেনি। জি এবং এক্স সিরিজের জন্য মোটোরোলা শুরুতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে প্রচুর সাফল্য অর্জন করেছিল। মোটোরোলা এই বছর মোটরোলা রেজর নামে তার ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে।