Panasonic Mobile Phones

Panasonic Mobile Phones

প্যানাসনিক বিশ্বের অন্যতম পুরানো ইলেকট্রনিক্স কোম্পানিগুলির মধ্যে অন্যতম। জাপানের এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল ১৯১৮-তে। ২০ শতাব্দীর শেষের দিকে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স কোম্পানি হিসেবে খ্যাতি লাভ করে কোম্পানি। প্যানসনিকের ইলেকট্রনিক্স পণ্যের তালিকা বেশ লম্বা। রিচার্জেবেল সেল-এর কারণেও প্যানাসনিক বড় সাফল্য পেয়েছে। মোবাইল বাজারে যে কোম্পানিগুলি শুরুতেই পা রেখেছিল, সেগুলির মধ্যে অন্যতম প্যানাসনিক। ১৯৯৮-এ কোম্পানি তাদের প্রথম ফিচার ফোন লঞ্চ করেছিল। ২০১১-তে কোম্পানি তাদের প্রথম টাচ ফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে পা রেখেছিল। কোম্পানি এখনও পর্যন্ত ১০০-র বেশি ফিচার ও স্মার্টফোন লঞ্চ করেছে। যদিও ২০১৯-এ তারা মাত্রা দুটি ফোনই লঞ্চ করেছিল। ২০২০-তে প্যানাসনিক বাজারে তাদের নতুন কোনও স্মার্টফোন নিয়ে আসেনি। এ ব্যাপারে কোনও ঘোষণাও কোম্পানি করেনি। যদিও প্যানাসনিকের অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য নিয়মিত লঞ্চ হচ্ছে।