GST Council Meeting: ১২ শতাংশের জিএসটি স্ল্যাব প্রত্যাহার করবে কেন্দ্র ! সস্তা হতে পারে এই জিনিসগুলি
GST Slab: সংবাদসূত্র অনুসারে জানা যাচ্ছে, ২ লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি আদায়ের ফলে কাউন্সিল এবার সম্ভবত স্ল্যাব কমানোর ব্যাপারে পদক্ষেপ করবে।

GST Tax Slab: জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল মিটিং খুব শীঘ্রই ১২ শতাংশের ট্যাক্স স্ল্যাব প্রত্যাহার করতে পারে। এর মাধ্যমে ট্যাক্স স্ল্যাব (GST Council Meeting) ৪ থেকে কমিয়ে ৩ করা হতে পারে। সূত্র অনুসারে জানা যাচ্ছে, এই জুন মাসের শেষে অথবা জুলাই মাসে সংসদের বাদল অধিবেশনের আগে জিএসটি কাউন্সিলের (GST Slab) বৈঠক হতে পারে বলেই জানা গিয়েছে। আর এই বৈঠকেই সম্ভবত ১২ শতাংশ জিএসটির স্ল্যাব প্রত্যাহার করা হতে পারে।
সংবাদসূত্র অনুসারে জানা যাচ্ছে, ২ লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি আদায়ের ফলে কাউন্সিল এবার সম্ভবত স্ল্যাব কমানোর ব্যাপারে পদক্ষেপ করবে। আর এই স্ল্যাব কমানোর বিষয়ে বিবেচনা করার দিকেই হাঁটছে কাউন্সিল। এমনকী সংবাদসূত্রে এও বলা হয়েছে যে এই কাউন্সিলের প্রধান হিসেবে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাঁর সঙ্গে থাকেন পৃথক পৃথক রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিনিধিরাও। রাজস্বের স্থিতিশীলতাকে বজায় রেখে জিএসটির স্ল্যাব থেকে ১২ শতাংশের পর্বটিকে বাদ দেওয়ার ব্যাপারেই ভাবছেন সকলে। বর্তমানে চারটি প্রধান জিএসটি স্ল্যাব রয়েছে- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ আর ২৮ শতাংশ। এছাড়াও গহনার উপরে আলাদা করে ৩ শতাংশ জিএসটি ধার্য হয়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, বেশিরভাগ ইউনিয়ন ও রাজ্য সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও মন্ত্রীদের গ্রুপের প্রতিনিধি ১২ শতাংশ জিএসটি স্ল্যাব প্রত্যাহার করার পরিকল্পনাকে সমর্থন করেছেন।
এই রিপোর্টে বলা হয়েছে এই স্ল্যাবের অধীনে যে সমস্ত পণ্য পড়ে, সেগুলিকে হয় ৫ শতাংশ নাহলে ১৮ শতাংশের স্ল্যাবে ফেলা হবে। অনেক আধিকারিক জানিয়েছেন বা প্রস্তাব রেখেছেন যাতে নিত্যদিনের ব্যবহার্য জিনিসগুলিকে ৫ শতাংশের স্ল্যাবে ফেলার।
কোন কোন পণ্য পড়ে ১২ শতাংশের স্ল্যাবে
প্রসেসড ও প্যাকেজড খাবার- মাখন, ঘি, চিজ, পনির, ফলের রস, জ্যাম, জেলি, নমকিন।
ড্রায়েড ও প্রিজারভড ফুড – আমন্ড, খেজুর, অন্যান্য ড্রাই ফ্রুটগুলি এই স্ল্যাবে পড়ে।
পানীয় – ফলের রস-ভিত্তিক পানীয়, প্যাকেটজাত নারকেলের জল
ঘরের জিনিস – ছাতা, কিছু নির্দিষ্ট ঘরের বাসন, কাঠ বা বেতের তৈরি আসবাব
স্টেশনারি – পেন্সিল, মোমরং, হ্যান্ডব্যাগ, পাট বা সুতির ব্যাগ
জুতো – ১০০০ টাকার কম দামের জুতো
ডায়াগনস্টিক কিট – বিভিন্ন মেডিকেল ডায়াগনস্টিক কিট
কনস্ট্রাকশন পণ্য – মার্বল, গ্রানাইট ব্লক ইত্যাদি























