IND vs SA Live: দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ২ ওপেনার, গুয়াহাটিতেও ভারতের হার কি শুধুই সময়ের অপেক্ষা?
IND vs SA Test Live: সোমবার নির্ধারিত সময়ের চেয়ে খানিক আগেই ম্যাচ শেষ করে দিতে হয় আম্পায়ারদের। পর্যাপ্ত আলো না থাকায়। কৃত্রিম আলো জ্বালিয়েও খেলা চালানো যায়নি।
LIVE

Background
গুয়াহাটি: দ্বিতীয় দিন খেলার শেষে ভারতের রহস্য স্পিনার কুলদীপ যাদব তো জানিয়েই দিয়েছিলেন যে, গুয়াহাটির পিচ হাইওয়ের মতো। বোলারদের জন্য কিছুই নেই। সেই পিচেই সোমবার গতির আগুন ছোটালেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন। ৬ উইকেট নিয়ে তছনছ করে দিলেন ভারতের ব্যাটিং। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২০১ রানে। তবে ভারতকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর ২৬/০। সব মিলিয়ে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার যে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছিল ভারত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই ম্যাচই বাঁচানোর লড়াই ঋষভ পন্থদের।
সোমবার নির্ধারিত সময়ের চেয়ে খানিক আগেই ম্যাচ শেষ করে দিতে হয় আম্পায়ারদের। পর্যাপ্ত আলো না থাকায়। কৃত্রিম আলো জ্বালিয়েও খেলা চালানো যায়নি। গুয়াহাটি টেস্ট এখন দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে। এখান থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই করে ম্যাচ বাঁচানোই ভারতের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
গুয়াহাটির যে পিচে উইকেটের জন্য ভারতীয় বোলাররা মাথা কুটে মরেছেন, সেই পিচে গতি ও অতিরিক্ত বাউন্সের জোড়া অস্ত্রে ভারতীয় ব্যাটিংকে নাকানিচোবানি খাওয়ালেন বাঁহাতি পেসার মার্কো জানসেন। মাত্র ৪৮ রানে ৬ উইকেট নিলেন তিনি। ইডেনে প্রথম টেস্টের নায়ক সাইমন হার্মারও ছিলেন ছন্দে। অফস্পিনার নিলেন তিন উইকেট। বাকি এক উইকেট কেশব মহারাজের। দক্ষিণ আফ্রিকা যে পিচে ১৫১.১ ওভার ব্যাটিং করেছে, সেই পিচে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৮৩.৫ ওভারে।
ভারতীয় ব্য়টারদের মধ্যে লড়াই করলেন একমাত্র যশস্বী জয়সওয়াল ও কিছুটা ওয়াশিংটন সুন্দর। যশস্বী ৫৮ রান করে হার্মারের শিকার। আট নম্বরে নেমে ৪৮ রান করে হার্মারের বলেই ফেরেন সুন্দর।
IND vs SA Live Score: চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ২৭/২
রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে বোর্ড ২৭ রান তুলেছে ভারতীয় দল। চূড়ান্ত ব্যর্থ ২ ওপেনার রাহুল ও জয়সওয়াল।
IND vs SA Live Score: ভারতের সামনে ৫৪৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা
৫৪৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ভারতের সামনে দিল দক্ষিণ আফ্রিকা। মিরাক্যাল ঘটাতে কি পারবেন ভারতীয় ব্যাটাররা?




















