নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।আগামী ১৫ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে 2021 Force Gurkha SUV। ভারতের কার মার্কেটে Mahindra Thar-এর বিরুদ্ধে প্রতিযোগিতা হবে এই স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের। ইতিমধ্যেই গাড়ির লঞ্চ ডেট নিশ্চিত করেছে কোম্পানি।


গত বছর গ্রেটার নয়ডার অটো এক্সপোতে প্রথম এই গাড়ি দেখিয়েছিল ফোর্স ইন্ডিয়া। মূলত , off-road SUV হিসাবে গাড়িকে মার্কেটে পরিচয় করাতে চাইছে কোম্পানি। ২০২১ সালের এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি হয়েছে ক্রেতাদের মনে। অটো ব্লগারদের মতে, অটো এক্সপোতে দেখানো গাড়ির থেকে খুব একটা পরিবর্তন করা হয়নি গাড়িতে।  


দেখতে কেমন হবে Force Gurkha SUV ?
গোল হেডল্যাম্পের পাশাপাশি এলইডি ডিআরএলস দেওয়া হয়েছে গাড়িতে। সামনের ফেন্ডারসের পাশে নতুন ইন্ডিকেটর ছাড়াও শোভা পাচ্ছে নতুন চওড়া গ্রিল, বাম্পার। যা স্বাভাবিকভাবেই নজর কাড়তে পারে অফরোডারদের। বিভিন্ন মোডে চলার জন্য গাড়িতে দেওয়া হতে পারে একাধিক মোড। সঙ্গে রয়েছে রুফ রেলের সুবিধা। অন্যান্য এসইউভির মতো কেবল লোক দেখানোর রুফ রেল দেওয়া হবে না গাড়িতে। অন্তত কোম্পানি সূত্রে তেমনই জানা গিয়েছে।  


গাড়ির পিছনেও থাকছে চমক। নতুন টেইল লাইটের পাশাপাশি গাড়ির চাকার ডিজাইনে আসছে পরিবর্তন। পিছনের গেটে থাকতে পারে গাড়ির স্পেয়ার হুইল। চাইলে গাড়ির ছাদে জিনিসপত্র বেঁধে নিয়ে যেতে পারবেন চালক। শোনা যাচ্ছে, সেরকমই শক্তিশালী ছাদ দেওয়া হয়েছে গুর্খা এসইউভিতে। আগের থেকে কেবিনে অনেক পরিবর্তন আনতে চলেছে ফোর্স। অটো ব্লগারদের মতে, পুরো কালো রঙের ইন্টিরিয়র ডিজাইন দিতে চলেছে কোম্পানি।স্পোর্টি কেবিনের সঙ্গে কিছু জায়গায় ডুয়েল কালার টোন ব্যবহার করা হতে পারে। ১০-১২ লক্ষ টাকা দাম হতে পারে গুর্খার।


সম্ভবত দুটো ভ্যারিয়েন্ট এই গাড়ি আনতে চলেছে ফোর্স। ডুয়েল ডোর ও ফাইভ ডোর অপশনে এই গাড়ি দেখা যেতে পারে রাস্তায়। সেই ক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকতে পারে কাস্টমাইজেশনের অপশন। এসইভিতে থাকতে পারে ২.৬ লিটারের ডিজেল ইঞ্জিন। যা ৮৯ বিএইচপি ও ২৬০ নিউটন মিটার টর্ক প্রোডিউসের ক্ষমতা রাখবে।   


আরও পড়ুন: Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?


আরও পড়ুন : Ford shuts down : ফোর্ড ভারতে ঝাঁপ ফেলতেই নতুন আইনের দাবি, কী করবে মোদি সরকার ?