7th Pay Commission: কৃষকদের পর এবার কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পালা ! বুধবারই বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য হোলির উপহার দিতে পারে কেন্দ্র। ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে হতে পারে মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার।
DA Update: কত শতাংশ ডিএ বাড়তে পারে ?
বর্তমানে ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যা ৪২ শতাংশে উন্নীত হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়াতে পারে। কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেয়। শেষবার ২৮ সেপ্টেম্বর ২০২২ সালে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
Dearness Allowance: মহার্ঘ ভাতা হবে ৪২ শতাংশ !
কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA)বর্তমান ৩৮ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। প্রতি মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য হিসেব কষে 'ব্যুরো অফ লেবার' কর্তৃপক্ষ। শিল্পক্ষেত্রে শ্রমিক ও উপভোক্তা মূল্য সূচক (Consumer Price Index)-এর ভিত্তিতে এই ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
7th Pay Commission: নতুন ডিএ ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে !
এই বিষয়ে 'অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেছেন, "ডিসেম্বর ২০২২-এর জন্য CPI-IW হিসেব গত ৩১ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। সেই সময় মহার্ঘ ভাতা ৪.২৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার DA-তে দশমিকে কোনও বৃদ্ধি করে না। সেই ক্ষেত্রে ডিএ চার শতাংশ বাড়ানো যেতে পারে। শেষবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর মাসে।'' নতুন বছরে ইতিমধ্যেই দুই মাস পেরিয়ে গেছে। শোনা যাচ্ছে, সরকার মার্চ থেকে জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। বুধবারই এই সিদ্ধান্তের বিষয়ে সিলমোহর পড়তে পারে।
মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার যদি তা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করে, তাহলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। তথ্য বলছে,কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিলে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
আরও পড়ুন: Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়, UIDAI করল এই আপডেট