Aadhaar Authentification: দেশের নাগরিকদের অন্যতম বড় পরিচয়পত্র হল আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ নথি হিসেব আধার কার্ড লাগে। আধার নম্বর দিয়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত রয়েছে। এবারে কেন্দ্র সরকার আধার সংক্রান্ত কিছু নিয়মে বড় বদল এনেছে। এবার থেকে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলিও (Aadhaar Card) তাদের পরিষেবা দানের জন্য আধার অথেন্টিফিকেশন করতে পারবে। গত শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। দেশের মানুষের জীবনযাত্রা (Aadhaar Authentification) সহজতর করা এবং বিভিন্ন পরিষেবা আরও ভালভাবে তাদের অ্যাক্সেস দিতে পারার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় দফতর।
উপরন্তু সরকারের তরফে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বেশ কিছু সংস্থার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরো বাড়াবে এই আধার অথেন্টিফিকেশন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে, অন্তর্ভুক্তি বাড়াবে এই পদ্ধতি।
আধার অথেন্টিফিকেশন পরিষেবা বিস্তৃত করা
এই উদ্যোগ আদপে আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫-এর অধীনে নেওয়া হয়েছে যেখানে সামাজিক কল্যাণ, উদ্ভাবন, জ্ঞান ইত্যাদির জন্য ২০১৬ সালে আধার আইন চালু করা হয়েছিল। দেশের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতর একটি ই-গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছে।
এই সিদ্ধান্তের ফলে এবার থেকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি গ্রাহক ও গ্রাহকের সমস্ত তথ্য যাচাই করার জন্য আধার অথেন্টিফিকেশন ব্যবহার করতে পারবে। বিভিন্ন সেক্টরে এর মাধ্যমেই পরিচয় যাচাইয়ের কাজ অনেক সহজতর ও নিয়মনিষ্ঠ করা যাবে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে, 'সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস সিকার অর্থাৎ পরিষেবাদাতা ও গ্রাহক এক্ষেত্রে উভয়েরই বিশ্বাসযোগ্য লেনদেনে সুবিধে হবে'।
এই আধার অথেন্টিফিকেশন পরিষেবা ব্যবহার করার জন্য বেসরকারি ও সরকারি সংস্থাগুলিকে নির্দিষ্ট কেন্দ্রীয় ও রাজ্যের দফতরে প্রয়োজনীয়তার বিশদ বিবরণ দিয়ে আবেদন করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই সমস্ত আবেদন যাচাই করে দেখবে। আর এই যাচাইকরণের মাধ্যমে চূড়ান্ত সম্মতি দেবে কেন্দ্রীয় বা রাজ্য দফতর।
আধার কার্ডে ডেমোগ্রাফিক তথ্যে কোনো ভুল থাকলে আপনি তা বিনামূল্যেই আপডেট করিয়ে নিতে পারবেন। এই সুযোগ দিচ্ছে UIDAI। আগে এই বিনামূল্যে আপডেটের সময়সীমা ছিল ১৪ ডিসেম্বর, তবে তা আবার বাড়িয়ে করা হয়েছে ১৪ জুন ২০২৫ পর্যন্ত।
আরও পড়ুন: Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে চাইছেন ? কী কী অসুবিধে রয়েছে ? আবেদনের আগে জেনে নিন