Student Credit Card: বেশ কিছু ছাত্র-ছাত্রীর ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়ে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা কোনো কোর্সে ভর্তির টাকা ঋণ নিয়ে দেওয়ার জন্য এই ক্রেডিট কার্ড (Student Credit Card) কাজে দেয়। তবে সাধারণ ক্রেডিট কার্ডের থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের রকমফের একটু আলাদা হয়ে থাকে। যেহেতু শিক্ষার্থীদের সেভাবে আয় থাকে না, বা থাকলেও খুবই কম থাকে এবং ক্রেডিট হিস্ট্রি না থাকায় ক্রেডিট কার্ড পেতেও অনেক (Student Credit Card) ঝামেলা হয়। ফলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার আগে জেনে নিন এই ধরনের ক্রেডিট কার্ডের কী কী সুবিধে ও কী অসুবিধে রয়েছে।


স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধে



  • এই ক্রেডিট কার্ডের মেয়াদ থাকে সাধারণত ৫ বছর পর্যন্ত।

  • যদি এই কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে বিনামূল্যে কিংবা খুব সামান্য চার্জ দিয়ে ডুপ্লিকেট কার্ড পাওয়া যায়।

  • এতে কোনোরকম বার্ষিক ফি নেই এবং মেম্বারশিপ ফি হিসেবেও কোনো টাকা দিতে হয় না।

  • সাধারণ ক্রেডিট কার্ডের তুলনায় এই কার্ডে আবেদনের জন্য অনেক কম পেপারওয়ার্ক দরকার হয়।

  • এই ক্রেডিট কার্ড ঠিকমত ব্যবহার করতে থাকলে ক্রেডিট স্কোর বাড়তে থাকবে।


স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অসুবিধে



  • সাধারণ ক্রেডিট কার্ডের (Student Credit Card) থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্পেন্ডিং লিমিট অনেকটাই কম থাকে।

  • কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুদের হারও অনেক বেশি হয়।

  • কিছু ক্ষেত্রে হিডেন চার্জ থাকে এই কার্ডে, অল্প হলেও কিছু বার্ষিক ফি দিতে হতে পারে।

  • লেট ফি-ও ধার্য করা হয় কিছু ক্ষেত্রে।


কারা আবেদন করতে পারবেন


যে সমস্ত ছাত্র-ছাত্রীর বয়স ন্যূনতম ১৮ বছর, তারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদেরকে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করাতে হবে আগে থেকে। শিক্ষার্থীর পরিচয় থাকলে তবেই তাঁকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।


ডিসক্লেমার: মনে রাখবেন, এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের জন্য দেওয়া হচ্ছে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে বাজারে বিনিয়োগ বাজারের ঝুঁকির বিষয়। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। ABPLive.com কাউকে পরামর্শ দেয় না। এখানে অর্থ বিনিয়োগ করা কখনই যুক্তিযুক্ত নয়।


আরও পড়ুন: Provident Fund: আয়করে বদলের পর বাড়বে পিএফের সুদও ? সুখবর পেতে পারেন চাকরিজীবীরা