UIDAI: আধার কার্ড (Aadhaar Card) এখন কেবল আপনার ভোটের প্রমাণপত্র নয়। ডিজিটাল ভারতে (Digital India) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেন বুকিং সবেই কাজে লাগে এই কার্ড। তবে কোনও কারণে আধার কার্ড (Aadhaar Card Update) হারিয়ে গেলে চিন্তা বাড়তে পারে আপনার। সেই ক্ষেত্রে কী করতে হবে জানেন ? 


আপনার আধার কার্ড হারিয়ে গেলে কী হবে?
আধার কার্ডে রয়েছে আপনার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। UIDAI দিয়ে থাকে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক উপায়ে এই নম্বর পুনরুদ্ধার করা যায়।


Aadhaar Card Update : মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা হলে হারিয়ে যাওয়া/ভুলে যাওয়া আধার নম্বর কীভাবে পুনরুদ্ধার করবেন?


১ অনলাইনে আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আধার নম্বর পুনরুদ্ধার করতে এই লিঙ্কে যান: https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid


২ তারপরে, আধার পুনরুদ্ধার করতে আপনার retrieve Aadhaar নির্বাচন করুন। এর পরে আধার ও ক্যাপচার সঙ্গে লিঙ্কযুক্ত মোবাইল নম্বর/ইমেল সহ আধারের মতো আপনার পুরো নাম লিখুন, তারপরে OTP লিখুন। মোবাইল-ভিত্তিক ওটিপি যাচাই সম্পূর্ণ করার পরে আধার নম্বরটি লিঙ্ক করা মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আপনাকে পাঠানো হবে।


৩ এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।


যদি, আপনার মোবাইল নম্বরটি আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, আপনি এই দুটি প্রক্রিয়ার যেকোনো একটি অনুসরণ করতে পারেন।


Aadhaar Card Update বিকল্প ১: আপনি 'প্রিন্ট আধার' পরিষেবার সাহায্যে আধার তালিকাভুক্তি কেন্দ্রে অপারেটরের সাহায্যে আধার নম্বর পুনরুদ্ধার করতে পারেন।


২ আপনাকে ব্যক্তিগতভাবে কেন্দ্রে যেতে হবে এবং নিম্নলিখিত বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে: আধার জেনারেট করা তালিকা অনুযায়ী নাম, লিঙ্গ, জেলা বা পিন কোড।


৩ একাধিক রেকর্ডের উপস্থিতির কারণে retrieve Aadhaar সনাক্ত করা না গেলে, অতিরিক্ত জনসংখ্যার বিবরণ যেমন জন্মের বছর, সি/ও, রাজ্য, ইত্যাদিও অনুসন্ধানটি সংকীর্ণ করার জন্য সরবরাহ করা যেতে পারে।


৪ তারপর আপনাকে একক আঙ্গুলের ছাপ বা একক আইরিস ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইকরণ প্রদান করতে বলা হবে। একবার মিল পাওয়া গেলে অপারেটর আপনাকে ই-আধার চিঠির প্রিন্টআউট দেবে।


৫ এই পরিষেবাটির জন্য আপনার খরচ হবে 30 টাকা।


আরও পড়ুন  Multibagger Share: ৫৩ টাকার শেয়ার ৪ বছরেই ৬২০৭ টাকায় ! দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিপুল মুনাফা এই স্টকে