UIDAI Update: মাত্র কয়েক বছরের মধ্য়েই বদলে গিয়েছে পরিস্থিতি। ডিজিটাল ইন্ডিয়ায় অন্যতম প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে আধার কার্ড। প্রমাণপত্র ছাড়াও সরকারি সব কাজে লাগে এই নথি। তাই আধার কার্ডকে এখন নিশানা করেছে প্রতারকরা। জেনে নিন, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার আধার কার্ড।    


Aadhaar Card : আধার কর্তৃপক্ষ বলছে এই কথা 
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধার কার্ডের উপযোগিতা বেড়েছে। আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডি হিসেবে ব্যবহৃত হয় এই কার্ড। এতে প্রতিটি ব্যক্তির নাম,ঠিকানা,বয়স,লিঙ্গের মতো গুরুত্বপূর্ণ তথ্য কার্ডে নথিভুক্ত করা হয়। পরিসংখ্যান বলছে দেশে ডিজিটাল প্রযুক্তি আসার পর আধার সংক্রান্ত জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। আধারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পেয়ে সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। এই পরিস্থিতিতে আধার ডেটা বাঁচাতে UIDAI দেশবাসীকে নানা পরামর্শ দিয়ে চলেছে। জেনে নিন, প্রতারকদের থেকে আপনার আধার কার্ড বাঁচাতে কী করতে পারি আমরা।


UIDAI Update: ভার্চুয়াল আধার ব্যবহার করুন
আজকাল প্রায়শই ফিজিক্যাল আধার কার্ডের মাধ্যমে ডেটা চুরির ঘটনা দেখতে পাওয়া পায়। এই জালিয়াতি এড়াতে ভার্চুয়াল আধার কার্ড ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। আপনি UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা My Aadhaar পোর্টালে গিয়ে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন। এর পরে আপনি সহজেই এই ভার্চুয়াল আধার কার্ড ব্যবহার করতে পারেন। এতে আধার কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কম।


Aadhaar Card : আধার লক পরিষেবা ব্যবহার করুন
আপনি চাইলে UIDAI এর বায়োমেট্রিক লকিং সুবিধা ব্যবহার করতে পারেন। এটি আপনার আধার বায়োমেট্রিক্সের অপব্যবহার রুখবে।  আপনার অনুমতি ছাড়া কেউ আপনার আধার ব্যবহার করলেই ধরতে পারবেন। এর জন্য আপনাকে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in -এ যেতে হবে। এর পর My Aadhaar অপশন সিলেক্ট করুন। এই পর্বে আধার পরিষেবাগুলি নির্বাচন করুন ও লক/আনলক বায়োমেট্রিক্স নির্বাচন করুন। এরপরে আধার নম্বর দিয়ে OTP পূরণ করুন। শেষে আপনার আধার অবিলম্বে লক , আনলক হয়ে যাবে।


UIDAI Update:  আধার হিস্ট্রি বড় হাতিয়ার
UIDAI তার আধার ব্যবহারকারীদের আধার ব্যবহারের ইতিহাস জানার সুবিধা দেয়। এখানে আপনি দেখতে পারবেন, কোথায় আপনার কার্ড ব্যবহার করা হয়েছে। আধার হিস্ট্রি জানতে, আপনাকে UIDAI ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপ ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আধারের গত ৬ মাসের হিস্ট্রি চেক করা যাবে। যদি আপনার আধার অপব্যবহার হয়ে থাকে তাহলে আপনি UIDAI-কে জানাতে পারেন।


আরও পড়ুন : RBI Note Ban: টাকার ওপর লেখা থাকলেই বাতিল হবে নোট ! কী বলেছে রিজার্ভ ব্যাঙ্ক ?