নয়াদিল্লি: BSNL ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি দিলেও সেই পথে হাঁটেনি বেসরকারি টেলিকম সংস্থাগুলি। গ্রাহকদের সুবিধা দিতে সর্বোচ্চ ৫৬ দিনের প্ল্যান রয়েছে তাদের। প্রতিযোগিতার বাজারে কী সুবিধা দিচ্ছে Airtel, Jio, Vi ?
Airtel-এর প্রিপেইড প্ল্যান
৫০০ টাকার নিচে ৪৪৮-এ প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে Airtel-এর। যার মাধ্যমে দিনে ২জিবি করে ডেটা ছাড়াও আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহক। এখানেই শেষ নয়। থাকছে ১০০ করে এসএমএস-এর অপশন। সব মিলিয়ে ৫৬ দিন ভ্যালিডিটি থাকবে এই প্রিপেইডপ্ল্যানের। অতিরিক্ত পরিষেবা হিসাবে গ্রাহকরা পাবেন Airtel XStream সাবক্রিপশন ছাড়াও Wynk music-এর অ্যাকসেস। তাছাড়াও থাকছে বিনামূল্যে অনলাইন কোর্সের সুযোগ। এই প্ল্যানেই Fastag-১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। পাশাপাশি Bharti Axa life insurance পাবেন পরিষেবা গ্রহণকারী।
Reliance Jio-এর প্রিপেইড প্ল্যান
৪৪৪ টাকার প্রিপেইড প্ল্যানে দিনে ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। এই প্ল্যানের বৈধতা থাকবে এয়ারটেলের মতো ৫৬ দিন। সেই ক্ষেত্রে আনলিমিটেড ডোমেস্টিক কল ও দিনে ১০০টি এসএমএস করার সুযোগ পাবেন গ্রাহক। অতিরিক্ত সুবিধা হিসাবে কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দেওয়া হবে গ্রাহকদের। সেই ক্ষেত্রে জিও অ্যাপস ব্যবহার করতে পারবেন তাঁরা।
Vi-এর প্রিপেইড প্ল্যানে আলাদা কী ?
তবে সবার থেকে নিজের প্রিপেইড প্ল্যান আলাদা রেখেছে Vi। ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে ডবল ডেটা দিচ্ছে এই টেলিকম কোম্পানি।এই প্রিপেইড প্ল্যান নিলে দিনে ৪জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। ৫৬ দিনের এই প্ল্যানে সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও দিনে ১০০টি এসএমএস-এর সুবিধা।
BSNL-এর ৩জিবি ডেটা প্ল্যানস
এখানেই শেষ হচ্ছে না বিএসএনএল-এর প্রিপেইড প্ল্যানের সুবিধা। কোম্পানি দিচ্ছে ২৪৭ ও ২৫০ টাকার ৩জিবি প্ল্যান। যেখানে দিনে ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। সঙ্গে থাকছে আনলিমিটেড কলের পাশাপাশি ১০০ এসএমএস-এর সুবিধা। যদিও ২৫০ মিনিটের বেশি কল করলে আলাদা চার্জ ধরবে কোম্পানি। এই ক্ষেত্রে প্ল্যানের মেয়াদ ৪০ দিন। যা সবার থেকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে BSNLকে।এ ছাড়াও কোভিডকালে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম প্রিপেইড প্ল্যানের সুবিধা।যেখানে ২৮ দিনের জন্য ১৫১ ও ২৫১ টাকার প্ল্যান এনেছে কোম্পানি। যা গ্রাহককে যথাক্রমে ৪০ ও ৭০ জিবি ডেটা দেবে।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL
আরও পড়ুন : Ola Electric Scooters: দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি, রেকর্ড ভাঙছে Ola Electric scooters
আরও পড়ুন : Vivo X70 Series: ভারতে আসছে ৩০ সেপ্টেম্বর, সেগমেন্টে 'কিং' হতে পারে Vivo X70 series