নয়াদিল্লি: ভারতীয় স্কুটার ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়ল ওলা। দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি করল কোম্পানি। ট্যুইট করে নিজেদের সাফল্যের খবর জানিয়েছে এই Ola।


Ola Electric scooters বিক্রিতে ইতিহাস
এর আগে ২৪ ঘণ্টায় দেশে ৬০০কোটি টাকার Ola Electric scooter বিক্রির খবর শুনিয়েছিল কোম্পানি। এবার সেই রেকর্ডকেও ছাপিয় গেল ওলা। শুক্রবার ট্যুইট করে কোম্পানি জানিয়েছে, মাত্র দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি করেছে তারা। যা ভারতের স্কুটার বিক্রির ইতিহাসে কোনওদিনও হয়নি। ওলার তরফে বলা হয়েছে, এই পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে, ভারত এখন ডিজিট্যাল ইন্ডিয়ায় পরিণত হয়েছে।বুধবারই ওয়েবসাইটের সমস্যা মিটিয়ে বিক্রি শুরু করে ওলা। দিনের শেষে কোম্পানি জানায়, প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি হয়েছে ওলার। যা এক কথায় অবিশ্বাস্য। এবারও সেই বিক্রির ধারা বজায় রাখল Ola Electric। 


Ola electric scooter-এর দাম
১৫ অগাস্ট স্কুটারের Ola electric scooter লঞ্চ করে কোম্পানি। ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয় দেশে। পরবর্তীকালে প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয় ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি। ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। দেশে Ather Energy, Hero Electric, Bajaj's Chetak ছাড়াও TVS-এর ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতা হবে ওলার। 


দীপাবলিতে ফের খুলবে পারচেজ উইনডো
কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, আপাতত ওলার স্কুটার কেনা যাবে না। তবে বুকিং বা রিজার্ভেশন প্রক্রিয়া olaelectric.com-এ চালু রাখছে কোম্পানি। নভেম্বরের ১ তারিখ ফের স্কুটারের পারচেজ উইনডো খোলা হবে। তাই দীপাবিলির সময় থেকেই ফের স্কুটার কিনতে পারবেন ক্রেতারা। 


কী বলছেন Ola-র কর্ণধার ?
স্কুটার বিক্রির বিষয়ে Ola-র গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল বলেন, '' আমরা Ola Electric scooter-এর বিক্রি শুরু করতেই বিপুল সংখ্যায় সেল বাড়তে থাকে। অবিশ্বাস্য সংখ্যায় এই স্কুটার কেনা শুরু করেন ক্রেতারা। এক সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি করেছি আমরা। ২৪ ঘণ্টায় ৬০০কোটি টাকার স্কুটার বিক্রি করেছ কোম্পানি। পুরো দু-চাকার ইন্ডাস্ট্রিতে একদিনে যা বিক্রি হয়, তা একাই করে দেখিয়েছে ওলা। ইলেকট্রিক গাড়ির দিন শুরু হয়ে গেছে এবার। ভারত এখন  ইলেকট্রিক গাড়ির বাজারের দিকে ছুটছে। মনে রাখতে হবে, আগামী দিনে ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিশ্বের বড় হাব হতে চলেছে আমাদের দেশ  '' 
       
Ola Electric scooter-বিক্রিতে সমস্যা 
গত সপ্তাহে ওয়েবসাইটে কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় বিক্রি পিছিয়ে দিতে হয় Ola Electric scooter-এর। যদিও বুধবার থেকে সেল শুরু হয়েছে ভারতের বহু প্রতীক্ষিত এই ইলেকট্রিক স্কুটারের। Ola S1 ও S1 Pro-এর বিক্রি শুরু হতেই একপ্রকার ইতিহাস সৃষ্টি করেছে ওলা। তবে এখন কেবল Ola app-এ স্কুটার কিনতে পারবেন ক্রেতারা। অফলাইনে এই স্কুটার কেনার কোনও সুযোগ দিচ্ছে না কোম্পানি। পুরো কেনার পদ্ধতি শুরু হয়েছে ডিজিটালে। 


আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125


আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV


আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass