Amazon Festival Sale: করোনাকালে ভাইরাস থেকে মুক্তি পেতে ফিটনেস নিয়ে আগ্রহ বেড়েছে সবার মধ্যে। জিম, যোগব্যায়াম, জুম্বা, অ্যারোবিক্স অনুশীলনে মন দিয়েছে দেশবাসী। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তাই উৎসবের সময় কম দামে ফিটনেসের পণ্য দিচ্ছে অ্যামাজন। অফার শুরু হচ্ছে 49 টাকা থেকে।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
HAANS Shakeit Protein Shaker Bottle, 500ml (Color-Gray)
ফিটনেস ফ্রিকদের জন্য এখন প্রোটিন একটা অত্যাবশ্যক উপাদান। শরীরকে শক্তিশালী রাখতে প্রোটিন গ্রহণ করেন বেশিরভাগ প্লেয়ারস। সেই ক্ষেত্রে পাওডার প্রোটিনের দিকে ঝোঁকেন তাঁরা। এই ধরনের প্রোটিন নিতে গ্লাসের পরিবর্তে প্রোটিন শেকার পছন্দ করেন বেশিরভাগ ফিটনেস ফ্রিক। অ্যামাজনে কম দামে পাওয়া যাচ্ছে হ্যান্স শেক ইট প্রোটিন শেকার। 499 টাকা দাম হলেও এখন তা 122 টাকায় পাবেন।
এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন প্রোডাক্টের দাম
Skipping Rope
ফিটনেসের জন্য স্কিপিং রোপ খুবই কাজের জিনিস। প্রতিদিন নিয়মিত স্কিপিং করা হার্টের জন্য ভালো। এ ছাড়াও ক্যালোরি বার্ন করতে সাহায্য করে এই রোপ। অ্যামাজনের সেলে 299 টাকার স্কিপিং রোপ এখন 79 টাকায় পাওয়া যাচ্ছে।
ভাল স্কিপিং রোপ পেতে ক্লিক করুন এই লিঙ্কে
PRO365 Double AB Wheel Roller
পেটের চর্বি কমাতে ও ফ্ল্যাট অ্যাবস তৈরি করতে এবি রোল খুবই কাজের জিনিস। প্রো 365 ডাবল অ্যাব হুইল রোলারের মূল 599 টাকা হলেও এখন তা অ্যামাজনের সেলে 283 টাকায় পাওয়া যাচ্ছে। ইউপিআই-এর মাধ্যমে এই টাকা দিলে আরও ছাড় দিচ্ছে কোম্পানি।
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন AB Wheel Roller-এর দাম
Kobo WTA-03 Power Cotton Gym Support (Black)
জিমে বিভিন্ন সরঞ্জামে ব্যায়াম করার সময় অনেকের কব্জি কাঁপতে থাকে।সেই কারণে ফিটনেসে উৎসাহীরা ভাল গ্রিপের জন্য জিম সাপোর্ট ব্যবহার করেন। অ্যামাজনে কোবো পাওয়ার কটন জিম সাপোর্ট অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এর আসল দাম 360 টাকা হলেও এটি এখন 279 টাকায় পাবেন।
AmazonBasics 13mm Extra Thick Yoga and Exercise Mat with Carrying Strap
যোগব্যায়াম, জিম ও অন্যান্য ধরনের ব্যায়ামের জন্য একটি যোগাম্যাট প্রয়োজন। অ্যামাজনের সেলে এখন Amazon বেসিক 13mm অতিরিক্ত পুরু ব্যায়াম ম্যাটের উপর একটি ভাল ছাড় দিচ্ছে। 1600 টাকা দাম হলেও আপনি তা পাবেন 899 টাকায়।