নয়াদিল্লি: উৎসবের মরশুমে এখন বিউটি প্রোডাক্টের ভিড় বাড়ছে বাজারে। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বিপুল ছাড়ের সম্ভার নিয়ে এসেছে অ্যামাজন। মাত্র ২০০ টাকার মধ্যে Amazon Beauty Sale-এ পেতে পারেন নিজের পছন্দের প্রোডাক্ট।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon's Great Indian Festival Sale। সেখানেই কসমেটিকস প্রোডাক্টের বিপুল পসরা সাজিয়ে বসবে এই ই-কমার্স জায়ান্ট। যাতে থাকবে প্রচুর অফার ও ছাড়। নবরাত্রি ও দীপাবলি উপলক্ষে সাজার তোড়জোড় শুরু হবে সবার। এই সময়কে কেন্দ্র করে মাত্র ২০০টাকায় হেয়ার স্ট্রেইটনার পাওয়া যাবে অ্যামাজন বিউটি সেলে। এ ছাড়াও থাকছে ৬০ শতাংশ ছাড়ের অপশন।
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
পুজোর সময়ে প্রতিনিয়ত ছাড় রয়েছে বিউটি তথা কসমেটিকস প্রোডাক্টে। নিজেকে উপস্থাপন যোগ্য করে তুলতে এই সময় বেড়ে যায় ক্রিম,লোশন,পাউডার, মশ্চারাইজার, মাসকারা, ব্র্যান্ডেড লিপস্টিকের ব্যবহার। Amazon's Great Indian Festival Sale-এ ২০০টাকার নিচে পাওয়া যাবে এই কসমেটিক্স প্রোডাক্টগুলি।
আকর্ষণীয় অফার : বিউটি প্রোডাক্টগুলির অফার জানতে ক্লিক করুন
এই সময় প্রতিদিন চুল স্ট্রেইট করার জন্য আপনাকে পার্লারে যেতে হবে না।মাত্র ১৯৯ টাকায় নিজের চুলের লুক হাজার বার বদলাতে পারবেন আপনি। অ্যামাজনের সেলে Oblivion Ceramic Plate Hair Styler Straightener-এ ৬০ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি। ৪৯৯টাকার এই স্ট্রেইটনার মাত্র ১৯৯টাকায় পাচ্ছেন ক্রেতা। এই স্ট্রেইটনারের মধ্যে সেরামিক প্লেট দেওয়া রয়েছে। তাই চুল নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না আপনাকে।তবে শুধু স্ট্রেইটনার নয় , অ্যামাজনের সেলে পাওয়া যাবে এরকম নানা প্রোডাক্ট। কম দামে যা থেকে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন আপনি।
Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের
Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
Samsung Galaxy M52 5G: ১২০ হার্টজের ডিসপ্লে-চমকে দেওয়ার মতো স্পেকস, ভারতে এল Samsung Galaxy M52 5G