(Source: ECI/ABP News/ABP Majha)
Amazon Offers: আজই অফার শেষ, অ্যামাজনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এই সামগ্রীগুলিতে
Amazon Offers: সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন। আজই শেষ হয়ে যাচ্ছে অ্যামাজনের এই বাম্পার অফার। যেখানে ঘরের সামগ্রীতে পাবেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেখে নিন কোন-কোন জিনিসে ছাড় দিচ্ছে কোম্পানি।
Amazon Offers: সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন। আজই শেষ হয়ে যাচ্ছে অ্যামাজনের এই বাম্পার অফার। যেখানে ঘরের সামগ্রীতে পাবেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেখে নিন কোন-কোন জিনিসে ছাড় দিচ্ছে কোম্পানি।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার
Amazon Sale:৭০ শতাংশ ছাড়ের সঙ্গে ১৫০ টাকার ক্যাশব্যাক
বাড়ির আসবাব থেকে বিছানা সবেতেই পেতে পারেন ৭০ শতাংশ পর্যন্ত অফার। আজ রাত পর্যন্তই এই বাম্পার ডিল দিচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজন। যার মধ্যে রান্নাঘরের, টুকিটাকি থেকে পেতে পারেন ফ্যান, মিক্সার গ্রাইন্ডার ছাড়াও আরও অনেক কিছু। এসবের দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে। বাকি রান্নাঘর ও ডাইনিংয়ের পণ্যের দাম শুরু হচ্ছে ৯৯ টাকা থেকে। এ ছাড়াও আপনি ১০০০ টাকার ওপর কেনাকাটা করলে পাবেন ১৫০ টাকার ক্যাশব্যাক।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার
Prestige হ্যান্ড ব্লেন্ডার 250W
হ্যাজেল রেড রঙে পাওয়া যাচ্ছে প্রেস্টিজের এই প্লাস্টিক প্রোডাক্ট। এর ওজন ১১০০ গ্রাম। এতেStainless Steel-এর ব্লেড দেওয়া হয়েছে। এই পণ্যে ক্রয়ের তারিখ ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। দৈনন্দিন ব্যবহারের জন্য টেকসই এই ব্লেন্ডার ২৫০ ওয়াটের শক্তি উপন্ন করে। ১২৯৫ টাকা দাম হলেও অ্যামাজনের সেলে এই হ্যান্ড ব্লেন্ডার এখন ২৪ শতাংশ ছাড়া দিয়ে ৯৭৯ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও রয়েছে আরও অফার।
প্রেস্টিজের হ্যান্ড ব্লেন্ডার কিনতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন
Kent সুপার এগ বয়লার
সুপার ডিম বয়লার কয়েক মিনিটের মধ্যে স্বাস্থ্যকর জল খাবারের সহজ সমাধান। দ্রুত ওয়ান-টাচ অপারেশনের মাধ্যমে একবারে 6 টি ডিম সিদ্ধ করতে পারে এই বয়লার।এতে দুর্দান্ত ও দ্রুত পারফরম্যান্সের জন্য স্টেইনলেস স্টিলের দেহ ও হিটিং প্লেট দিয়ে ডিজাইন করা হয়েছে। বয়লারে পাবেন নরম, মাঝারি ও শক্ত এই 3টি ফোটানোর মোড। ডিমের সংখ্যানুসারে জল যোগ করতে হবে এখানে । পরে ক্যাপটি বন্ধ করে দিলেই কাজ হয়ে যাবে। ডিমগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে মেশিনটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।এই এগ বয়লারের দাম ১৮০০ টাকা। তবে অ্যামাজনের সেলে ৪৩ শতাংশ ছাড়ের পর ১০২৫ টাকায় পাওয়া যাচ্ছে এই পণ্য।
কেন্টের এগ বয়লার কিনতে ক্লিক করুন এখানে