Mahindra Thar: থারপ্রেমীরা বলেন-'কার নেহি ইয়ে থার (Mahindra Thar)  হ্যায়'। বছর খানেকের ওয়েটিংও যেকোনও মূল্যে এই গাড়ি কেনার জন্য প্রস্তুত থাকেন তারা। এবার সেই থার নাকি পাওয়া যাবে কেবল ৭০০ টাকায় ? সম্প্রতি থার প্রসঙ্গে X হ্যান্ডেলে এমনই একটি পোস্ট করেছেন আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)। 


নতুন ভিডিয়োয় আনন্দের প্রকাশ
 সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অন্য়তম ভারতীয় শিল্পপতিদের মধ্য়ে সবার ওপরে নাম আসে তাঁর। এবার কোম্পানির সেরা অফরোডার মহিন্দ্রা থার নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। অতীতে বিভিন্ন ছবি ও ভিডিও দেখে মানুষকে মাহিন্দ্রা গাড়িও দান করেছেন আনন্দ মহিন্দ্রা । তবে এবার তিনি চাইলেও এক শিশুর কথা রাখতে পারেননি। ৭০০ টাকায় মহিন্দ্রা থার কিনতে চেয়েছিল ওই শিশু। যা শুনে ভিডিয়ো পোস্ট করলেও ছেলের আবদার রাখতে পারেননি আনন্দা মহিন্দ্রা।  তিনি লিখেছেন, ওই ছোট ছেলের কথা রাখতে গেলে অচিরের কোম্পানি দেউলিয়া ঘোষণা করতে হবে।  


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিশুর ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিকু যাদব নামে এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে হাসি পাবে আপনারও। আদুরে গলায় বাবার কাছে ৭০০ টাকায় থার কেনার বিষয়ে আলোচনা করতে দেখা গেছে চিকুকে। যেখানে খুদে বাবাকে বুঝিয়েছে, থার ও এক্সইউভি ৭০০ একই গাড়ি এবং ৭০০ টাকায় কেনা যাবে। তার বাবা তাকে থার ও XUV700 700 টাকায় কেনা যাবে না বললেও একই কথা আওড়েছে চিকু। ইতিমধ্যেই খুদের গলায় ৭০০ টাকায় থার কেনার কাতর আবেদন এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। যা পৌঁছে গেছে আনন্দ মহিন্দ্রার কাছেও।



ভিডিও শেয়ার করেছেন আনন্দ মহিন্দ্রা
কদিন আগেই কেউ এই ভিডিও ক্লিপ পাঠিয়েছেন আনন্দ মাহিন্দ্রাকে। এরপরই X অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। তিনি লিখেছেন '' আমরা খুব শীঘ্রই গরিব হয়ে যাব।  আমার বন্ধু সোনি তারাপোরেওয়ালা আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন। আমারও এই শিশুটিকে খুব ভালো লেগেছে। তবে আমার একমাত্র সমস্যা হল,  আমি যদি এই দাবি মেনে নিয়ে ৭০০ টাকায় থার বিক্রি করি, তাহলে খুব শীঘ্রই আমরা দেউলিয়া হয়ে যাব।''


Sachin Tendulkar Investment: বিনিয়োগের ২২ গজে দুর্দান্ত ব্যাটিং সচিনের,৫ কোটি দিয়ে পেলেন ২৩ কোটি


Car loan Information:

Calculate Car Loan EMI