Bank Holiday: এই শহরগুলিতে আজ বন্ধ থাকছে ব্যাঙ্ক, এই মাসে আর কবে ছুটি ?
Bank Holiday List 2024: আজ বাংলা জুড়ে লক্ষ্মীপুজোর আবহ। তবে এই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে না। কিন্তু বাল্মীকী জয়ন্তী উপলক্ষ্যে দেশের বেশ কিছু শহরে (Holiday List) ব্যাঙ্ক আজ বন্ধ থাকছে।
Holiday List: ব্যাঙ্কে কোনো জরুরি কাজ থাকলে তা আগে থেকে পরিকল্পনা করেই এই অক্টোবর মাসে সেরে নিতে হবে কারণ এই মাসে প্রচুর ছুটির দিন (Bank Holiday) রয়েছে। বেশ কিছু শহরে আজ ব্যাঙ্ক বন্ধ থাকছে, গেলেও কাজ হবে না ব্যাঙ্কে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিতে হবে ব্যাঙ্ক (Bank Holiday List) খোলা আছে কিনা। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। আজ বাংলা জুড়ে লক্ষ্মীপুজোর আবহ। তবে এই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে না। কিন্তু বাল্মীকী জয়ন্তী উপলক্ষ্যে দেশের বেশ কিছু শহরে (Holiday List) ব্যাঙ্ক আজ বন্ধ থাকছে। আপনার শহরে কি বন্ধ থাকছে ব্যাঙ্ক দেখে নিন ছুটির তালিকা।
এই শহরে, রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
আজ ১৭ অক্টোবর বেঙ্গালুরু, শিমলা ও গৌহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক বাল্মীকী জয়ন্তীর জন্য। আজ আবার উত্তরপ্রদেশের বেশ কিছু স্কুল বন্ধ থাকবে আজ এই কারণে।
বাল্মীকী জয়ন্তী কেন অনুষ্ঠিত হয়
মহর্ষি বাল্মীকীর জন্ম উপলক্ষ্যে পালিত হয় বাল্মীকী জয়ন্তী। তাঁকে আদি কবি বলা হয় এবং তিনি রামায়ণও লিখেছিলেন। তাই তার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকে কিছু কিছু রাজ্যে।
কিছু কিছু দিন উৎসবের কারণেও বন্ধ থাকছে ব্যাঙ্ক
এই বছর উৎসবের মরশুমে কিছু কিছু উৎসব সাপ্তাহিক ছুটির দিনের মধ্যেই পড়েছে। দশহরা, করবা চৌথ পড়েছে শনিবার ও রবিবারে। এই সপ্তাহের শনিবারের পরে রবিবার অনুষ্ঠিত হবে করবা চৌথ ব্রত। অক্টোবরে আরও অনেক উৎসব আছে, নবরাত্রি, দশহরা এবং শনি-রবি মিলিয়ে সাপ্তাহিক ছুটি। ফলে অক্টোবর মাসে ব্যাঙ্ক কর্মীদের অনেক ছুটি হাতে আছে, কিছু ছুটি তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।
ব্যাঙ্কের কাজ সারতে অসুবিধে হবে না
আপনার যদি এই মাসে ব্যাঙ্কের কিছু জরুরি কাজ থেকে থাকে, তাহলে পরিকল্পনা করে রাখতে হবে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কের কাজ সারতে কোনো অসুবিধে হবে না। মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে এই কাজ আপনি সহজেই করে ফেলতে পারবেন। এছাড়া আরও কিছু অনলাইন মাধ্যম আছে যার দ্বারা আপনি ব্যাঙ্কের কাজ সারতে পারেন ঘরে বসেই। ফলে আপনার ফিনান্সিয়াল কাজ ব্যাহত হতে পারে।
আরও পড়ুন: Petrol Diesel Price: লক্ষ্মীপুজোর দিনে দাম কমল পেট্রোল ডিজেলের ? আজ তেল ভরাতে কত খরচ হবে ?