Bharat NCAP: পলকা গাড়ি তৈরি করে ছাড় পাবে না কোনও কোম্পানি। দেশের যাত্রী সুরক্ষায় জোর দিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে সড়ক পরিবহণ মন্ত্রক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে Bharat NCAP। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুরু করবেন এই প্রোগ্রাম। 


এবার থেকে ইন্ডিয়া NCAP ভারতের নিজস্ব যানবাহন সুরক্ষা রেটিং সিস্টেম হিসাবে কাজ করবে। যার মূল লক্ষ্য গাড়ির নিরাপত্তা মান বাড়ানোর মাধ্যমে সড়ক সুরক্ষা উন্নত করা। দেশে 3.5 টন পর্যন্ত সেফটি স্ট্য়ান্ডার্ডের বিষয়ে ভাবছে সংস্থা।


Cars: কেন এই নতুন প্রোগ্রাম ?
এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। সেখানে বলা হয়েছে,  প্রোগ্রামের উদ্দেশ্য হল গাড়ি গ্রাহকদের বাজারে উপলব্ধ মোটর গাড়ির দুর্ঘটনার নিরাপত্তার তুলনামূলক মূল্যায়নের জন্য একটি টুল প্রদান করা। Bharat  NCAP প্রোগ্রামের আওতায় গাড়ি নির্মাতারা স্বেচ্ছায় তাদের গাড়িগুলি অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (AIS) 197 অনুযায়ী পরীক্ষার জন্য জমা দিতে পারে। যার মধ্যে গাড়ির পারফরম্যান্সের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের সুরক্ষা (AOP) ও শিশু যাত্রীর সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য স্টার রেটিং দেওয়া হবে, যেমনটি গ্লোবাল NCAP-এর ক্র্যাশ পরীক্ষায় দেখা যায়।


গ্রাহকরা সিদ্ধান্ত গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবেন
এই ক্ষেত্রে  গ্রাহকরা নতুন গাড়ি কেনার ক্ষেত্রে বিভিন্ন নিরাপত্রতা মান তুলনা করতে ও সেই অনুযায়ী তাদের ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। এই স্টার রেটিংগুলির সাহায্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন তাঁরা। গ্লোবাল NCAP-এর মতো ইন্ডিয়া NCAP ক্র্যাশ পরীক্ষাও আপাতত স্বেচ্ছায় হবে। তবে, পরবর্তীতে বাজারে বিক্রি হওয়া সব গাড়ির জন্য এই ক্র্যাশ পরীক্ষা বাধ্যতামূলক করা হবে বলে আশা করা হচ্ছে।


গাড়িগুলো আরও নিরাপদ হবে
ভারত প্রতি বছর সড়ক দুর্ঘটনার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে। তাই একটি অভ্যন্তরীণ ক্র্যাশ পরীক্ষা ক্রেতাকে তার পরিবারের জন্য একটি নতুন গাড়ি বেছে নেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পাশাপাশি নির্মাতাদের গাড়ির ডিজাইনিনেও এই এনক্যাপ সাহায্য করবে বলে মনে করছে সরকার।  


আরও পড়ুন GST: এক কোটি টাকা পুরস্কার দেবে সরকার, শুধু করতে হবে এই কাজ


Car loan Information:

Calculate Car Loan EMI