IPO Launch: আগের বছরই জানা গিয়েছিল, ভারতী এয়ারটেলের সহযোগী এই সংস্থার আইপিও আসতে চলেছে ভারতের বাজারে। ২০২৪ সালের শুরুতেই আসতে পারে এই আইপিও, এমনই জানা গিয়েছিল। এবার সেই মতই বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির ছাড়পত্র পেয়েছে ভারতী হেক্সাকম। ২০১২ সালে প্রথম ভারতী ইনফ্রাটেলের আইপিও এসেছিল বাজারে। আইপিও (Bharati Hexacom IPO) লঞ্চ করার মাধ্যমে এবার বাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমোদন পেয়েছে ভারতী হেক্সাকম। তবে এও জানা গিয়েছে যে, ভারতী হেক্সাকমের আইপিওতে কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না, সম্পূর্ণ ওএফএস বা অফার ফর সেলের মাধ্যমে এই আইপিও ইস্যু করা হবে বলে জানা গিয়েছে।


সেবির অনুমোদন পেয়েছে ভারতী হেক্সাকম


ভারতী হেক্সাকমকে আইপিও আনার অনুমোদন দিয়েছে সেবি। এই বছরই জানুয়ারি মাসে সেবির কাছে আইপিও আনার আবেদন জানিয়েছিল এই সংস্থা। বিগত ১১ মার্চ সেবির তরফ থেকে কনক্লুশন লেটার পেয়েছে ভারতী হেক্সাকম। যে কোনও সংস্থার আইপিও নিয়ে আসার ক্ষেত্রে সেবির এই কনক্লুশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। মূলত রাজস্থান ও উত্তর-পূর্ব ভারতে এই ভারতী হেক্সাকম (Bharati Hexacom IPO) সংস্থা টেলিকম পরিষেবা দিয়ে থাকে। কনক্লুশন লেটার বা অবজারভেশন লেটার পেয়ে যাওয়ার অর্থ হল এবার এই সংস্থা পাবলিক ইস্যু আনার দিকে কাজ শুরু করবে জোরকদমে।


অফার ফর সেলে থাকবে এই আইপিও


টেলিকম কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে এই সংস্থার ১০ কোটি ইকুইটি শেয়ার বিক্রি করা হবে। ভারতী হেক্সাকমের পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটালের মোট ২০ শতাংশ বিক্রি হবে এভাবে। আর এই অফার ফর সেলের মাধ্যমেই ১০ কোটি শেয়ার বিক্রি করবে TCEL। কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না।


সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুসারে, ভারতী এয়ারটেল (Bharati Hexacom IPO) এই সংস্থার ইকুইটি শেয়ার ক্যাপিটালের ৭০ শতাংশের মালিকানা নিয়ে রেখেছে এবং সরকার টেলিকমিউনিকেশনস অফ ইন্ডিয়ার মাধ্যমে বাকি ৩০ শতাংশ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ধরে রেখেছে।  


ভারতী হেক্সাকমের আইপিও নিয়ে কিছু তথ্য


গ্রাহকের সংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের অন্যতম সেরা টেলিকম পরিষেবাদাতা সংস্থা। ২০২৩ সালের কনসলিডেটেড রেভিনিউর বিচারে এটি ভারতের সবথেকে বড় ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সলিউশন প্রোভাইডারদের মধ্যে শীর্ষে আছে। এই ইস্যুর বুক-রানিং লিড ম্যানেজারদের মধ্যে আছে এসবিআই ক্যাপিটাল মার্কেটস, অ্যাক্সিস ক্যাপিটাল, বিওবি ক্যাপিটাল মার্কেটস, আইআইএফএল সিকিউরিটিজ ইত্যাদি সংস্থা।


আরও পড়ুন: Bajaj CNG Bike: এবার সিএনজি বাইক নিয়ে আসছে বাজাজ,উৎসবের মরসুমে হতে পারে লঞ্চ