নয়াদিল্লি: নিজের তৈরি সংস্থা ভারতপে (BharatPe) থেকে আগেই পদত্যাগ করেছিলেন আশনির গ্রোভার। তারই জের টেনে এবার ভারতপে-তে থাকা তাঁর অংশীদারিত্বেও কোপ পড়ল। সংস্থায় তাঁর শেয়ারে লাগাম লাগানো হল সংস্থার বোর্ডের তরফ থেকে। 


নানা ঝামেলার জেরে নিজের তৈরি আর্থিক সংস্থার (fintech) বোর্ডে আগে থেকেই সমস্যা চলছিল। একাধিক আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল আশনির গ্রোভার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সেই ঝামেলায় সংস্থার পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার সংস্থায় তাঁর অংশীদারিত্বেও তালা লাগাচ্ছে সংস্থা। আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ভারতপের কো-ফাউন্ডার (co-founder) বা যুগ্ম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় ছিল আশনির গ্রোভারের। সেই পরিচয়ও (tag) সরিয়ে দেওয়া হল সংস্থার তরফে। 


ভারতপের তরফে অভিযোগ উঠেছিল, গ্রোভার এবং তাঁর পরিবার সংস্থার মূলধন তছরুপ করেছে। ভুয়ো নথি তৈরি করে সংস্থার টাকাও অন্যত্র সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই টাকা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছে  গ্রোভার পরিবার। অভিযোগ রয়েছে এমনটাও। এমন বিষয় নিয়ে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। সেই বিষয়টি জানার পরেই সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন জানিয়ে ই-মেল করেছিলেন আশনীর। এরপরেই কড়া পদক্ষেপ করল ভারতপের বোর্ড।  


বিভিন্ন অভিযোগের কারণে প্রাপ্য শেয়ারেও লাগাম পরছে। সংস্থায় তাঁর ৮.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। সেখান থেকে তাঁর বেশ কিছুটা শেয়ার ক্ল-ব্যাক করা হবে। ১.৪ শতাংশ শেয়ার পাওয়ার কথা থাকলেও বিভিন্ন অভিযোগ ওঠায় সেটা আপাতত ছাড়া হবে না। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে আশনির গ্রোভার। বোর্ডের একাধিক ব্যক্তির দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি।


এর আগে আশনীরের স্ত্রী মাধুরী জৈনকেও সংস্থার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি, একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীর সঙ্গে আশনীর এবং তাঁর স্ত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে ওই কর্মীর সঙ্গে চরম দুর্বব্যবহার করতে শোনা যায় আশনীরকে। হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। তখন থেকেই বারবার নানা অভিযোগে নাম জড়িয়েছে আশনীরের।


আরও পড়ুন: অস্থিরতার বাজারেও লাভের মুখ দেখছে এরা, কোন কৌশলে করবেন বাজিমাত ?