Bitcoin Price: বিশ্বের সবথেকে দামি ক্রিপ্টোকয়েনের দামেই বিরাট ধস। শুক্রবার বিটকয়েনের দাম এক ধাক্কায় সর্বোচ্চ স্তর থেকে ২০ শতাংশ নিচে পড়ল। এখন বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারের নিচে রয়েছে, গত বছর নভেম্বর মাসের (Bitcoin Crash) পর থেকে এই প্রথম এত ধস নামল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের পর থেকে পরপর পতনে ক্রমেই সমস্ত মুনাফা উড়ে গিয়েছে বিটকয়েনের (Bitcoin Price) দাম থেকে। শুধু তাই নয়, বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম, বিএনবি, এক্সআরপি, সোলানার দামেও বড় পতন এসেছে। এই কয়েনগুলির দামও ৬.৬ শতাংশ থেকে ৮.৬ শতাংশ পড়ে গিয়েছে।


বর্তমানে বিটকয়েনের বাজার মূলধন রয়েছে ১৫৯০ বিলিয়ন ডলারে, ২৪ ঘণ্টার ট্রেডিং ভলিউম রয়েছে ৬৪.৬৩ বিলিয়ন ডলারে। বিগত ২৪ ঘণ্টার মধ্যেই বিটকয়েনের দাম ৫ শতাংশ কমে গিয়েছে। কিন্তু কেন এই পতন ? পাই৪২ সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও অবিনাশ শেখর জানিয়েছেন, 'নভেম্বর মাসের সর্বকালীন উচ্চতা থেকে বিটকয়েনের দাম পড়ে ৮০ হাজার ডলারেরও নিচে নেমে এসেছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই এই পতন এসেছে বলে মনে করেন তিনি। ট্রাম্পের কর হুমকির কারণে বাজারের মনোভাবে বড় বদল এসেছে। আর সাম্প্রতিক বাইবিট ক্রিপ্টো এক্সচেঞ্জের ১.৫ বিলিয়ন ডলার চুরির ঘটনা প্রভাব ফেলেছে বিটকয়েনের দামে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে। ইথেরিয়ামের দামও বার্ষিক সর্বনিম্ন স্তরে এসে পৌঁছেছে।


বিটকয়েনের দাম ৮১ হাজার ডলারে এসে ঠেকলে ১০৬ মিলিয়ন ডলার লোকসান হয় বিনিয়োগকারীদের। আরও ভোলাটিলিটি বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের। বিনিয়োগকারীদের মধ্যে ভয় কাজ করছে যে আগামীতে আরও ধস নামতে পারে কিনা বিটকয়েনের দামে। আর এর মাধ্যমে ডোজিকয়েনে ভাল মুনাফার সুযোগ রয়েছে বলেই অনুমান বিশেষজ্ঞদের। তাদের মতে বিটকয়েনের দাম ৮৪ হাজার ডলারে পৌঁছালে আবার সে বুলিশ হবে, ফলে সেই দিকেই এখন নজর বিনিয়োগকারীদের।


কয়েন ডিসিএক্স সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, 'ক্রিপ্টো বাজার এখন একটি জটিল বিয়ারিশ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বর মাসের পর এই প্রথম বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারের নিচে নামল। অন্য কয়েনগুলিতেও একই রকম পতন লক্ষ্য করা যাচ্ছে'।


আরও পড়ুন: Stock Market Crash: আবারও ধস শেয়ার বাজারে ! ৯৫০ পয়েন্ট নিচে সেনসেক্স, কেন এত পতন ?