Electric Scooter: ভারতের ইলেকট্রিক স্কুটার নির্মাণ কোম্পানি Bounce Infinity। অবশেষে এই সংস্থা তাদের ই-স্কুটারের (Electric Scooter) জন্য বুকিং নেওয়া শুরু করেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমেই এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন আপনি। সাধারণত ই-কমার্স সংস্থায় গাড়ির কেনার সুযোগ তেমন ভাবে দেখা যায় না। তবে এক্ষেত্রে সেটাই হচ্ছে। Bounce Infinity তাদের নির্মিত ইলেকট্রিক স্কুটার পুরোপুরি ভাবেই ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করবে। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্সের ওয়েবসাইটে এই ইলেকট্রিক স্কুটার তালিকাভুক্ত হয়েছে। তবে আপাতত সেখানে দেখানো হচ্ছে যে ইলেকট্রিক স্কুটার উপলব্ধ নয়। Bounce Infinity সংস্থা জানিয়েছে, প্রাথমিম ভাবে পাঁচটি রাজ্যে এই স্কুটার পাওয়া যাবে। তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক এবং নয়া দিল্লির বাসিন্দারা ফ্লিপকার্টের মাধ্যমে Bounce Infinity সংস্থা নির্মিত ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। ২২ জুলাই থেকে শুরু হয়েছে বিক্রি।


Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের দাম


জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)। বেশ কিছু রাজ্যে আবার এই দামের উপর ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে ইলেকট্রিক স্কুটারের দাম আরও একটু কমছে। লঞ্চের সময় Bounce Infinity সংস্থা জানিয়েছিল যে তাদের ইলেকট্রিক স্কুটারের দাম রাজস্থানে ৭২,৯৯৯ টাকা, মহারাষ্ট্রে ৬৯,৯৯৯ টাকা এবং দিল্লি ও কর্নাটকে ৫৮,৯৯৯ টাকা এবং গুজরাটে ৫৯,৯৯৯ টাকা হবে। এর পাশাপাশি এই স্কুটারের সঙ্গে যদি ব্যাটারি সার্ভিস হিসেবে নেন তাহলে দাম হবে ৪৫,০৯৯ টাকা (এক্স শোরুম)। এই স্কুটার লঞ্চ হয়েছে Sporty Red, Sparkle Black, Pearl White, Desat Silver, Comet Grey- এই পাঁচটি রঙে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে ৩ বছর/৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি রয়েছে।


ইলেকট্রিক স্কুটার নির্মাণকারী সংস্থা জানিয়েছে তাদের Bounce Infinity E1 ই-স্কুটার নির্দিষ্ট গ্রাহকের কাছে ডেলিভারি হবে বুকিং হওয়ার ১৫ দিন পরে। ফ্লিপকার্ট থেকে অন্যান্য জিনিসের মতোই কেনা যাবে Bounce Infinity E1। স্কুটারের এক্স শোরুম অনুযায়ী দা পেমেন্ট করে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।


আরও পড়ুন- প্রকাশ্যে নতুন স্করপিওর অটোমেটিক মডেলের দাম, ডিজেল-পেট্রল কার মূল্য কত ?