নয়া দিল্লি: রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। আজ মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কর ছাড়ে সুরাহা হবে মধ্যবিত্তের? বাড়ি বা ফ্ল্যাট কেনায় নতুন কোনও প্রকল্প আনবে মোদি সরকার? গৃহঋণে কমবে সুদের হার? কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে হবে বাড়তি বরাদ্দ? প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১০০ দিনের কাজে বরাদ্দ বাড়াবে মোদি সরকার? কর্মসংস্থান ও রোজগার বাড়াতে পরিকাঠামো খাতে বাড়বে বরাদ্দ? নজর মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেটে।
এদিন প্রোটোকল মেনেই সকাল ৯টায় নিজের বাড়ি থেকে নর্থ ব্লকের উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রকে আধিকারিকদের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির অনুমোদন নিতে যান। ১০টার পর মন্ত্রিসভার বৈঠকেও বসবেন অর্থমন্ত্রী। সাধারণ ভাবে সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন অর্থমন্ত্রী। এই বক্তৃতা প্রায় এক ঘন্টা স্থায়ী হয় বা কম বা বেশি হতে পারে। এবারের বাজেট অন্তর্বতীকালীন হওয়ায় দ্রুত বাজেট পেশ সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করে নির্মলা সীতারমণ তার পূর্বসূরিদের যথা-অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদাম্বরম এবং যশবন্ত সিনহার রেকর্ড পেরোবেন। এরা সংসদে পাঁচটি বাজেট পেশ করেছিলেন। তবে নির্মলা সীতারমণ এবারের বাজেট পেশ করার পর তিনিই প্রথম অর্থমন্ত্রী হবেন যিনি মোরারজি দেশাইয়ের পর টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন।
দূরদর্শন, সংসদ টিভি, অর্থ মন্ত্রণালয়ের চ্যানেল, পিআইবির টুইটার হ্যান্ডেলে সরাসরি বাজেট সম্প্রচার দেখা যেতে পারে। এছাড়াও বাজেটের বাংলা তর্জমা শুনতে চোখ রাখুন এবিপি আনন্দের টিভির পর্দায় এবং ইউটিউব পেজে। বাজেটের সব খবর পেতে ক্লিক করুন - আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। ভোটের মুখে কী থাকবে ষষ্ঠ বাজেটে?
সরাসরি আর কোথায় কোথায় দেখা যাবে?
কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং করা হয়। আপনি এই লাইভ দেখতে পারবেন। এটি অফিসিয়াল চ্যানেল দূরদর্শন এবং সংসদ টিভিতে লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া পিআইবির সামাজিক প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া অর্থ মন্ত্রকের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিংও থাকবে।
আরও পড়ুন, লোকসভা ভোটের বছরে কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে