কলকাতা: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী (PM Modi)। নারী ক্ষমতায়ন থেকে বাকি সাধারণ মানুষ সবার জন্য এই বাজেটে কাজ হয়েছে বলে জানালেন মোদি। এদিন বাজেট পেশের পরে যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী- তাতে উঠে এসেছে ক্ষুদ্র-মাঝারি শিল্পের কথা। MSME সেক্টরের জন্য একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্য রয়েছে তাঁর সরকার- জানালেন মোদি। 'ভারতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব', বাজেট পেশের পরে আশ্বাস মোদির।


দেশে লগ্নির পরিবেশ আরও ভাল করতে এবং বাণিজ্যের পরিবেশে তৈরি করতেই একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। তারই একটা অংশ Angel Tax-দাবি মোদির। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যাতে স্বয়ংসম্পূর্ণ হয়। তার দিকে লক্ষ্য রেখে এই বাজেট তৈরি হয়েছে বলে জানালেন মোদি।


পূর্ব ভারতে উন্নয়নের কথা শোনা গেল মোদির (Modi on Budget 2024) মুখে। দেশের এই অংশের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করবে এই সরকার, আশ্বাস মোদির। 


 







দেশের শীর্ষস্থানীয় ৫০০ সংস্থায় যুবক-যুবতীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে বলে বাজেটে বলা হয়েছে। পাশাপাশি, মুদ্রা লোন ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। এই বিষয়গুলিও আলাদা করে উল্লেখ করেন মোদি। বলেন,'এই বাজেটে MSME সেক্টরে ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে'


প্রতিরক্ষা ক্ষেত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাবলম্বী করার কথা বারবার বলেছে মোদি সরকার। এদিন সেই প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রী বলেন, 'প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানিতে জোর দেওয়া হচ্ছে'


উত্তর-পূর্বের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাজেট পেশের পরে তিনি যে বার্তা দেন সেখানে তিনি বলেন, 'করছাড়ের মাধ্যমে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের। ৩ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। ৫ কোটি আদিবাসী পরিবার এই বাজেটে উপকৃত হতে চলেছে।


এদিন তাঁর আশ্বাস, 'আমরা সবাই মিলে ভারতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহার-অসমে, বাজেটে বাংলার প্রাপ্তি শূন্য