Car News: গাড়ি বা বিমানের দাম নয়, এক নম্বর প্লেটের দর উঠল ১২২.৬ কোটি। স্বাভাবিকভাবেই যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে এই নম্বর প্লেটের।  


Auto News: নিলামে মোট কত টাকা দর উঠেছে নম্বর প্লেটের ? 
রমজানের সময় মানুষকে খাওয়ানোর জন্য শুরু হয়েছিল এই নিলম। মানবতার স্বার্থে দুবাইয়ের 'মোস্ট নোবেল নম্বর' নিলামে তোলা হয়েছিল বেশকিছু গাড়ির নম্বর প্লেট। যার মাঝে সবাইকে পিছনে ফেলে ৫৫ মিলিয়ন দিরহাম দর ওঠে P7 নম্বরের। যার ভারতীয় মুদ্রায় দাম হয় প্রায় ১,২২,৬১,৪৪,৭০০ টাকা)। শনিবার রাত থেকেই শুরু হয়েছিল এই নিলাম। যেখানে ১৫ মিলিয়ন দিরহাম থেকে বিডিং শুরু করেছিল বিডাররা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে P7 নম্বরের ৩০ মিলিয়ন দিরহামে পৌঁছে যায়।


Car News: এক সময় ৩৫ মিলিয়ন দিরহামে পৌঁছানোর পর কিছুক্ষণের জন্য বিডিং বন্ধ হয়ে যায়। টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা ও মালিক ফরাসি ব্যবসায়ী পাভেল ভ্যালেরিভিচ দুরভ এই বিডটি করেছিলেন। যদিও ফের নিলাম ডাকা শুরু হতেই দ্রুত গতিতে ৫৫ মিলিয়ন দিরহামে পৌঁছে যায় নম্বর প্লেটের দাম। বর্তমানে এটি বিশ্বের সবথেকে দামি গাড়ির নম্বরপ্লেট। যেকারণে গিনেস বুকে নাম উঠেছে এই প্লেটের।তবে কত টাকা দিয়ে কেনা হয়েছে জানা গেলেও, নাম প্রকাশে অনিচ্ছা থাকায় ক্রেতার নাম জানায়নি নিলামকারীরা।


World Most Expensive Car Number: কী হবে এই বিপুল অর্থ দিয়ে ?


রমজানে সবাইকে খাওয়াতে ১০০ কোটি থালি প্রস্তুত করতে চায় উদ্যোক্তারা। সেই কারণেই এই বড় নিলামের আয়োজন। রমজানের চেতনাকে সামনে রেখে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ এই প্রচার শুরু করেছেন।


আরও কোন কোন গাড়ির প্লেট ছিল নিলামে ?


"P 7" ভিআইপি গাড়ির নম্বর প্লেট ছাড়াও আরও কয়েকটি অনন্য নম্বর প্লেটও নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে দশটি দুই-সংখ্যার প্লেট যেমন AA19, AA22, AA80, O71, X36, W78, H31, Z37, J57, এবং N41, সেইঙ্গে ছিল Y900, Q22222, এবং Y6666-এর মতো বিশেষ প্লেটগুলি।এর মধ্যে AA19 প্লেটটি 4.9 মিলিয়ন দিরহামে বিক্রি হয়েছিল, যেখানে O 71টি আশ্চর্যজনক 150 মিলিয়ন দিরহামে কেনা হয়েছে। জানা গিয়েছে, Q22222টি 975,000 দিরহামে বিক্রি হয়েছে।


এর আগে অসংখ্য দরদাতা 2008 সালে প্রতিষ্ঠিত রেকর্ডটি ভাঙতে চেয়েছিলেন। আগে আবুধাবির গাড়ির নম্বর 1 প্লেটটি 52.2 মিলিয়ন দিরহাম (প্রায় 116.3 কোটি ভারতীয় টাকায়) বিক্রি হয়েছিল। সেইকথা মাথা রেখে "P 7" প্লেটের বিডিং 15 মিলিয়ন দিরহাম থেকে শুরু হয়েছিল। 


আরও পড়ুন : Maruti Suzuki Fronx: এবার ক্রসওভারে বাজি জিততে চাইছে মারুতি, ফ্রঙ্কসে আছে এই ৫টি বড় বৈশিষ্ট্য


Car loan Information:

Calculate Car Loan EMI