Cashback Offers: ৪ টাকার UPI ট্রান্সফারে ১০০ টাকার ক্যাশব্যাক, এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পাবেন সুযোগ
Cashback Offers: এবার আরও আকর্ষণীয় অফার নিয়ে এল Paytm। মাত্র ৪ টাকার UPI ট্রান্সফারে ১০০ টাকার ক্যাশব্যাক দিচ্ছে এই ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম।
Cashback Offers: এবার আরও আকর্ষণীয় অফার নিয়ে এল Paytm। মাত্র ৪ টাকার UPI ট্রান্সফারে ১০০ টাকার ক্যাশব্যাক দিচ্ছে এই ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম।
Paytm Offers: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজে (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ), Paytm তার গ্রাহকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারটি ৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। যেখানে আপনি ম্যাচ চলাকালীন UPI মানি ট্রান্সফার করে ক্যাশব্যাক (Paytm Cashback Offers) ও অন্যান্য অনেক আকর্ষণীয় অফার পেতে পারেন। ভারত এবং
ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহারকারীরা এই অফারের সুবিধা নিতে পারবেন। এই অফারটি শুধুমাত্র ম্যাচের দিনগুলিতে প্রযোজ্য হবে।
Paytm চালু করেছে 'চার কা হান্ড্রেড' অফার : Paytm এই ক্যাশব্যাক অফারের নাম দিয়েছে 'চার কা হান্ড্রেড' অফার। এই অফার অনুযায়ী, যেকোনও নতুন গ্রাহক প্রথমবার Paytm
ব্যবহার করে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন। এই অফারটি UPI ট্রান্সফারের ক্ষেত্রেও প্রযোজ্য। Paytm তার গ্রাহকদের বলেছে, তারা এই অফারের মাধ্যমে ১০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন।
Paytm Offers: এইভাবে এই ক্যাশব্যাকের সুবিধা নিন Paytm তার অফিশিয়াল বিবৃতিতে বলেছে, নতুন ব্যবহারকারীরাও কেবল 4 টাকার UPI মানি ট্রান্সফার করে (Paytm ক্যাশব্যাক অফার) এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এছাড়াও আপনি রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে অতিরিক্ত ক্যাশব্যাকও জিততে পারেন। যেমন আপনি আপনার বন্ধু ও পরিবারকে তাদের কাছে UPI টাকা ট্রান্সফার করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। এটি করেও আপনি ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
দেশের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মে এখন একটা বড় নাম Paytm । মুদি থেকে সবজির দোকানেও এখন শুরু হয়েছে পেটিএমে আর্থিক লেনদেন। ক্রমশই বেড়ে চলেছে এই ডিজিটাল প্লাটফর্ম। সম্প্রতি স্টক মার্কেটে এন্ট্রি করেছে Paytm। সেখানে অবশ্য খুব একটা লাভবান হয়নি কোম্পানি। তবে বাজার বিশেষজ্ঞদের ধারণা , দীর্ঘ সময়ে ভাল ফল দিতে পারে এই কোম্পানি।কারণ আগামী দিনে ডিজিটাল লেনদেনের ওপর নির্ভর্শীল হবে দেশ ।