নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের উপর রফতানি শুল্ক বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। এর জন্য অভ্যন্তরীণ বাজারে কোনওরকম ভাবে দামে প্রভাব পড়বে না।
কেন এই সিদ্ধান্ত:
অভ্যন্তরীণ বাজারে (Domestic Market) পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ন্ত্রণ করতে এবং দেশে জ্বালানির মজুতের পরিমাণ ঠিক রাখতে পেট্রোল ও ডিজেলের উপর রফতানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
কোথায় কত বৃদ্ধি:
পেট্রোলে প্রতি লিটারে ৫ টাকা। ডিজেলে প্রতি লিটারে ১২ টাকা। ATF বা অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েলের ক্ষেত্রে প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বিশেষ ছাড়:
তবে এই নির্দেশ থেকে বাদ রাখা হয়েছে নেপাল ও ভুটানকে। ওই দুই দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্ক বলবৎ হবে না। এছাড়়া ১০০ শতাংশ SEZ ও EoU-এর ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক।
সরকার রফতানিকারীদের অভ্যন্তরীণ বাজারে তাদের পেট্রোলের ৫০ শতাংশ এবং ডিজেলের ৩০ শতাংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে। বেশ কিছু তেল শোধনাগার, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রের তেল শোধনাগারগুলি ইউরোপ ও আমেরিকায় পরিশোধিত তেল রফতানি করে বিপুল পরিমাণ লাভ ঘরে তোলে। এছাড়াও, দেশে খনিজ তেল উত্তোলকদের উপরেও কর চাপানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে প্রচুর লাভ করে থাকে এই উৎপাদকরা। সেই কারণেও ভারতে উত্তোলিত অপরিশোধিত তেলের উপর অতিরিক্ত কর ধার্য করা হয়েছে।
শেয়ারে প্রভাব:
সরকারের এই নির্দেশের প্রভাব দেখা গিয়েছে শেয়ার বাজারে। রফতানি শুল্ক বৃদ্ধির খবরে Reliance Industries Ltd (RIL) এবং ওএনজিসি-র (ONGC) শেয়ার দরে পতন দেখা গিয়েছে বাজার শুরু হতেই।
গত বেশ কিছুদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিনের নির্দেশে ঘরোয়া বাজারে দামের কোনও প্রভাব পড়বে না হলেই মনে করছেন বিশেষজ্ঞরা।