কলকাতা: ভারতে ল্যাপটপ, ট্যাবলেট আমদানি করতে গেলে এবার সংস্থাগুলিকে নতুন করে অনুমোদন নিতে হবে। এমন নিয়মের ঘোষণা করল ভারত সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এমন নিয়ম। এর জন্য নির্দিষ্ট গাইউলাইনও দ্রুত প্রকাশ করা হবে।  


২০২৩ সালের নভেম্বরে ভারত চালু করেছিল 'Import Management System'। এর কারণেই কোনও সংস্থা কত সংখ্যায় এবং কত দামের ল্য়াপটপ ও ট্যাবলেট আমদানি করছে ভারত সরকারের কাছে নথিভুক্ত করতে হতো। সরকারের তরফে জানানো হয়েছিল আমদানির উপর নজরদারি করার জন্যই এই তথ্য নেওয়া হচ্ছে। সেই নিয়মই আরও কিছুটা বাড়িয়ে এই বছরের শেষ পর্যন্ত বৃদ্ধি করা হল।


মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, এবার আমদানি সংস্থাগুলিকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে অনুমোদন নিতে হবে। শীঘ্রই গাইডলাইন জানিয়ে দেওয়া হবে, সেই মতোই আবেদন করতে হবে। 


এর আগে লাইসেন্স-এর মতো বিষয় ছিল। বাইরে থেকে ল্য়াপটপ ও ট্যাবলেট আনতে গেলেসেই লাইসেন্সের প্রয়োজন হতো। কিন্তু বাণিজ্যে সমস্যার অভিযোগ ওঠে। এই ক্ষেত্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির থেকে প্রবল সমালোচনার পরে সেই নিয়ম তুলে নেওয়া হয়। তার বদলে নতুন নিয়ম চালু করা হয়।


বৈদ্যুতিন যন্ত্রপাতির ক্ষেত্রে ভিনদেশের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছে ভারত সরকার। তার বদলে ভারতেই এগুলি তৈরি করা এবং শক্তিশালী যোগান বা সাপ্লাই চেন তৈরির উপরে জোর দেওয়া হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই আমদানির ক্ষেত্রে কিছু নিয়ম চালু করেছিল ভারত সরকার। সরকারি তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ভারতের ল্যাপটপ এবং ব্যক্তিগত কম্পিউটার আমদানি হয়েছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের।                                                                 


আরও পড়ুন: রাজ্য আগেই জানত ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত? 'মেমো' দেখিয়ে কী দাবি সুকান্তর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে