Hindustan Zinc Special Dividend: বেদান্তা গ্রুপের অধীনস্থ সংস্থা হিন্দুস্তান জিঙ্ক (Hindustan Zinc) সম্প্রতি তাদের শেয়ারহোল্ডারদের একটি বড়সড় উপহার দিতে চলেছে। জানা গিয়েছে সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৮ হাজার কোটি টাকার ডিভিডেন্ড (Dividend Stock) দিতে পারে। যদিও এই ডিভিডেন্ডের সিদ্ধান্ত গৃহীত হবে ২০ অগাস্টের বোর্ড মিটিংয়ে। আগামী সপ্তাহের মঙ্গলবার এই নিয়ে বোর্ড মিটিং হবে হিন্দুস্তান জিঙ্ক সংস্থায়। এই বৈঠকেই বিশেষ ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা হবে বলে জানা গিয়েছে।


কেন্দ্র সরকার এবং বেদান্তা গ্রুপের এই ডিভিডেন্ড থেকে বড় অঙ্কের মুনাফা হবে। হিন্দুস্তান জিঙ্ক সংস্থায় বেদান্তা গ্রুপের স্টেক রয়েছে ৬৪.৯২ শতাংশ এবং এই জন্য বেদান্তা গ্রুপ প্রায় ৫১০০ কোটি টাকা আয় করবে ডিভিডেন্ড থেকেই। অন্যদিকে কেন্দ্র সরকারের ২৯.২৪ শতাংশ স্টেক রয়েছে এই সংস্থায়। ফলে তাঁর ভিত্তিতে কেন্দ্র সরকারের ডিভিডেন্ড বাবদ আয় হবে ২৪০০ কোটি টাকা। বেদান্তা গ্রুপ এই ডিভিডেন্ড থেকে পাওয়া আয়ে ঋণ শোধ করবে বলে জানিয়েছে। তবে প্রতি বছর সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের যে ডিভিডেন্ড দিয়ে থাকে তার থেকে এই স্পেশাল ডিভিডেন্ড সম্পূর্ণই আলাদা। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল জেনারেল রিসার্ভ অফ দ্য কোম্পানির কাছে এই ফান্ড স্থানান্তরের অনুমতি দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।


২০২৩-২৪ অর্থবর্ষে হিন্দুস্তান জিঙ্ক মোট ৫৪৯৩ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সরকারের কাছে স্থানান্তরিত হয়েছে ১৬২২ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থা মোট ৩২ হাজার কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছিল, আর সরকার তাঁর স্টেক অনুযায়ী ৯৫০০ কোটি টাকা পেয়েছিল। ২০২৪ সালের শুরু থেকেই এই হিন্দুস্তান জিঙ্কের শেয়ারে খুব বেশি রিটার্ন এসেছে। ৮ মাসের মধ্যেই ৮০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। এমনকী সংস্থার বাজার মূলধনও বেড়ে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৮২ কোটি টাকা।


জানা গিয়েছে আজ শুক্রবার অর্থাৎ ১৬ অগাস্ট থেকে এই সংস্থার অফার ফর সেলও চালু হয়ে গিয়েছে। এই অফার ফর সেলের বিডিং চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। এর মাধ্যমে বেদান্তা তাঁর ৩.৩১ শতাংশ স্টেক বিক্রি করবে। ৪৮৬ টাকায় হিন্দুস্তান জিঙ্কের অফার ফর সেল চলছে। এখনকার শেয়ারের দামের থেকে ১৬ শতাংশ সস্তায় কেনার সুযোগ রয়েছে। গত বুধবার এই স্টকের দাম বন্ধ হয়েছিল ৫৭১ টাকায়।



আরও পড়ুন: Indigo Airlines: মহিলাদের জন্য বড় সুযোগ, হাজারেরও বেশি মহিলা পাইলট নেবে এই বিমান সংস্থা