Stock Market: আজই শেষ সুযোগ। স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেন, তাদের কাছে এই সপ্তাহে ভাল আয়ের সুযোগ আজ না হলে হাতছাড়া হয়ে যেতে পারে। এই সপ্তাহে বহু স্টকেই এসেছে ডিভিডেন্ড। আর এমনই একটি স্টকে মিলবে বিপুল হারে ডিভিডেন্ড। মাল্টিব্যাগার শেয়ার যমুনা সিন্ডিকেট (Yamuna Sindicate) কেনা থাকলে শেয়ার পিছু ৪০০ টাকা করে ডিভিডেন্ড (Dividend Stock) পাবেন আপনি। কিন্তু এর জন্য হাতে আর বেশি সময় নেই। আজই রয়েছে এই শেয়ারের এক্স ডিভিডেন্ড দিন। ফলে আজ শেয়ার না কিনে রাখলে এই ডিভিডেন্ড আপনি পাবেন না।
আজই এক্স ডিভিডেন্ড দিন রয়েছে
যমুনা সিন্ডিকেট লিমিটেডের শেয়ার আজ শুক্রবার অর্থাৎ ২৩ অগাস্ট এক্স ডিভিডেন্ড দিন ধার্য হয়েছে। ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনের আগে শেয়ার কেনা থাকলে তবেই ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন আপনি। এই তারিখ পর্যন্ত সংস্থার অ্যাকাউন্টে যে সমস্ত শেয়ারহোল্ডারের নাম নিবন্ধিত থাকবে, তারাই কেবল ডিভিডেন্ড পাবেন। ফলে এই শেয়ারে আপনি যদি ৪০০ টাকা ডিবিডেন্ড পেতে চান, তাহলে আজই আপনাকে শেয়ার কিনতে হবে।
৫৬ হাজার টাকারও বেশি এই শেয়ারের দাম
ইঞ্জিনিয়ারিং সেক্টরের সংস্থা যমুনা সিন্ডিকেটের শেয়ার অনেক দামি। এই সংস্থার একটি শেয়ার কিনতে আপনাকে খরচ করতে হবে ৫৬ হাজার টাকা। গতকাল এই শেয়ারের দাম ০.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬০০০.৭৫ টাকায় ট্রেড করছিল। আজকের সেশনে সকাল থেকে এখন পর্যন্ত ধরলে এর মধ্যেই একসময় এই শেয়ারের দাম ৫৮ হাজার পর্যন্ত উঠে গিয়েছিল।
৬ মাসেই দ্বিগুণ হয়েছে বিনিয়োগকারীদের টাকা
যমুনা সিন্ডিকেটের এই শেয়ারের ৫২ সপ্তাহের উচ্চস্তর হল ৬৯,৯৯৯ টাকা। গত এক বছরে এই শেয়ারের সবথেকে নিম্নস্তর ছিল ১৬,১০০ টাকা। গত ৫ দিনের হিসেব অনুযায়ী এই শেয়ারটি প্রায় ৪ শতাংশ লাভে রয়েছে। গত এক মাসে এই শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশেরও বেশি। আর ৬ মাসে এই স্টক থেকেই ১০০ শতাংশ মুনাফা এসেছে, অর্থাৎ বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন। গত এক বছরে এই যমুনা সিন্ডিকেটের শেয়ারে ২২৫ শতাংশ রিটার্ন এসেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Sovereign Gold Bond: গোল্ড বন্ডে আর বিনিয়োগ করা যাবে না ? কী সিদ্ধান্ত নিতে চলেছে RBI ?