Ministry of Road Transport & Highways: পথ দুর্ঘটনার ঝুঁকি কমাতে বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। এখন থেকে যে কোনও যানবাহনের জন্য থার্ড পার্টি বিমা (Car Insurance) করানো বাধ্যতামূলক করা হল। আর এই বিমা না করা থাকলে সেই গাড়ি নিয়ে রাস্তায় বেরনো শাস্তিযোগ্য অপরাধ বলেই বিবেচিত হবে। এমনকী জানা গিয়েছে গাড়ির বিমা (Motor Vehicle Insurance) না করানো থাকলে আপনার কারাবাস পর্যন্তও হতে পারে।


থার্ড পার্টি বিমা ছাড়া গাড়ি চালানো অপরাধ


সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বৈধ মোটর ভেহিকল থার্ড পার্টি ইনসিওরেন্স (Motor Vehicle Third Party Insurance) ছাড়া রাস্তায় গাড়ি চালানো এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ। মোটর ভেহিকল আইন, ১৯৮৮-এর ১৪৬ ধারা অনুসারে, ভারতের রাস্তায় চলাচলকারী সমস্ত যানবাহনকেই বাধ্যতামূলকভাবে থার্ড পার্টি ইনসিওরেন্স কভারেজ নিয়ে রাখতে হবে। আইনিভাবেই এখন থেকে থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে পথ দুর্ঘটনা কমানোর আশা করছে কেন্দ্র সরকার। আর দুর্ঘটনা ঘটলে তাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টাও করা হচ্ছে।


জরিমানা কিংবা জেলও হতে পারে


থার্ড পার্টি ইনসিওরেন্স ছাড়া এখন গাড়ি চালানো যাবে না ভারতের রাস্তায়। আর এই নিয়ম না মেনে গাড়ি চালালে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কারাবাস, এমনকী জরিমানাও হতে পারে। প্রথম অপরাধের জন্য এই নিয়ম অনুযায়ী ৩ মাসের কারাবাস এবং ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর দ্বিতীয়বার ধরা পড়লে অভিযুক্তের ৩ মাসের কারাবাস এবং ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


বিমা রিনিউ করে নিতে হবে


এই নতুন আইন পাশ হওয়ার পরে আপনার যদি পুরনো বিমা রিনিউ না করানো হয়ে থাকে, সেক্ষেত্রে তা অতি দ্রুত রিনিউ করাতে হবে। মেয়াদ শেষ হতে চলেছে খেয়াল করলে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই রিনিউ করে নিতে হবে।


পে অ্যাজ ইউ ড্রাইভ


গত বছরই দেশে গাড়ির বিমা যারা করাবেন তাদের জন্য একটি সুবিধে চালু করা হয়েছিল যার নাম পে অ্যাজ ইউ ড্রাইভ। এর নীতি হল আপনি যদি কম গাড়ি চালান, তাহলে আপনাকে কম প্রিমিয়াম দিতে হবে। যারা কম গাড়ি চালান তাদের জন্য এই পলিসি খুবই উপযোগী।


আরও পড়ুন: Modi 3.0 Effect: মোদি 3.0 এফেক্ট ? এই মাল্টিব্যাগার স্টক লাফাল ২০ শতাংশ


Car loan Information:

Calculate Car Loan EMI