Byju’s News Update: ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)বা বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনলাইন শিক্ষা পোর্টাল বাইজু-র সঙ্গে যুক্ত তিন জায়গায় হানা দিল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার বেঙ্গালুরুতে তিনটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। এই অভিযানে বাইজু-র প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


ED Search On Byju’s: অভিযান নিয়ে কী বলছে ইডি ?
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি টুইটে লিখেছে, এই তল্লাশিগুলি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে পরিচালিত হয়েছে । তল্লাশির সময় "বিভিন্ন অপরাধমূলক নথি ও ডিজিটাল ডেটা" বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে-অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানিটি ২০১১থেকে ২০২৩ সালের মধ্যে ২৮,০০০ কোটি টাকা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছে।  সংস্থা এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন বিদেশি সংস্থাকে ৯৭৫৪ কোটি টাকা পাঠিয়েছে।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিবৃতিতে আরও জানিয়েছে, কোম্পানি ৯৪৪ কোটি টাকা বিদেশি এখতিয়ারে পাঠানো অর্থ সহ বিজ্ঞাপন ও বিপণন ব্যয়ের নামে দেখিয়েছে। কেন্দ্রীয় সংস্থার বলেছে, বাইজু-র ২০২০-২১ আর্থিক বছর থেকে কোম্পানির অ্যাকাউন্টগুলির অডিট করেনি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বেশ কয়েকটি সমন জারি করা হলেও তদন্তের সময় বাইজুর প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হননি।


এর আগেআড়াই হাজার কর্মচারীকে ছাঁটাইয়ের মাঝেই বড় চমক দিস বাইজুস। ফুটবলের মেগাস্টার লিওনেল মেসিকে (Lionel Messi) গ্লোবাল অ্যাম্বাসাডর (Global Brand Ambassador) হিসেবে নিয়োগের ঘোষণা করল তারা।


এডুকেশন ফর অল, তথা সবার জন্য শিক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্বব্যাপী বাণিজ্যদূত করা হয়েছে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। ভারতীয় কোনও সংস্থার এভাবে বিশ্বব্যাপী অভিযানের মাঝে লিওনেল মেসির মাপের ফুটবলারকে অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা নিঃসন্দেহে বড় চমক। দেশজুড়ে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করার অন্যতম বিকল্প মাধ্যম হয়ে উঠেছে বাইজুস সংস্থা।


মেসির বার্তা


এক বিবৃতিতে প্যারিস সাঁ জাঁ তারকা মেসি জানিয়েছেন, সবাইকে পড়াশোনায় আগ্রহী করে তোলার বাইজুস-এর ভাবনার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। ভাল পড়াশোনা পারে জীবনের গতিপথ বদলে দিতে। আশা রাখি বাইজুসের কাজ আরও মসৃণ হবে। খুদেরা ভবিষ্যতে নিজেদের শিখরে দেখার স্বপ্ন নিয়েই এগিয়ে যাবে। প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে মেসি নিজে তাঁর সংস্থা লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে খুদেদের স্বপ্ন সার্থক করার প্রচেষ্টায় পাশে থাকার কাজ চালাচ্ছেন।


আরও পড়ুন : Guinness World Records: এক আংটিতে ৫০ হাজারেরও বেশি হীরে, বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাইয়ের জুয়েলার্স, দাম কত জানেন ?