নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের ,নয়ই প্রাথমিক ঘোষণা হয়েছিল। ভারতে কারখানা গড়ে তোলার লক্ষ্যে আরও একধাপ এগোল ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলা (Elon Musk)। বার্ষিক ৫ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়ে নামছে তারা। তার উপযুক্ত কারখানা নিয়ে কথআ চলছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সব ঠিক থাকলে আন্তর্জাতিক বাজারের চেয়ে ঢের কম দামে ভারতে পাওয়া যাবে বিদ্যুৎচালিত, অত্যাধুনিক টেসলা গাড়ি (Tesla in India)।
শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সামনে সেই মর্মে প্রস্তাব রাখতে চলেছে টেসলা। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, ভারতের বাজারে গাড়ির দাম ন্যূনতম ২০ লক্ষ টাকা থেকে রাখার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিনিয়োগ সংক্রান্ত সবকিছু পাকা না হওয়া পর্যন্ত এ নিয়ে এখনই কথা বলতে নারাজ টেসলা। তবে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর উঠে আসছে।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র কারখানায় গাড়ি উৎপাদন বা বিক্রি নয়, ভারতকে রফতানি ঘাঁটি হিসেবেও প্রাধান্য দিতে চাইছেন মাস্ক। সে ক্ষেত্র জলপথে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলিতে টেসলার গাড়ি পৌঁছে দেওয়া হতে পারে, যেমনটি পড়শি দেশ চিনে আগে থেকেই চালিয়ে আসছে তারা। লুটিয়েন্স দিল্লিতে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এখন থেকেই।
আরও পড়ুন: Sensex: সর্বকালের রেকর্ড উচ্চতা ছুঁলো শেয়ার বাজার, লাভ নিয়ে বেরিয়ে আসবেন না থাকবেন ?
দিল্লি সূত্রে জানা গিয়েছে, ভারতে মোটা বিনিয়োগের লক্ষ্য রয়েছে মাস্কের। এখনও পর্যন্ত এ নিয়ে সদর্থক ইঙ্গিতই পাওয়া গিয়েছে। টেসলার তরফে যন্ত্রাংশ উৎপাদন এবং বিদেশে গাড়ি রফতানির কাজে ভারতীয় ব্যবসায়ী এবং সংস্থাগুলিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা কিনা টেসলার জন্যও লাভজনক, আবার ভরতীয় অর্থনীতির জন্যও। কারণ একদিকে, বিশ্বের দ্রুত বর্ধনশীল ভারতীয় বাজারে প্রবেশ ঘটবে টেসলার। বিশেষ করে ভারতের বাজারে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা যেকানে বাড়ছে, টেসলা সেই সুযোগকে কাজে লাগাতে চাইবে যেনতেন প্রকারে।
একই ভাবে ভারতের জন্যও সুখবর বয়ে আনতে পারে টেসলা। কারণ মাস্কের বিনিয়োগকে সামনে রেখে বিশ্ব দরবারে নিজেদের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবেও তুলে ধরতে পারবে ভারত। আবাার ভারতের বাজারে তৈরি হওয়ার দরুণ, ভারতীয়রা ঢের কম মূল্যে টেসলা চাপার সুযোগ পাবেন। চাহিদা এবং বিক্রি বাড়লে তাতে লাভ ভারতীয় অর্থনীতিরই।
আগেও একাধিক বার ভারতের বাজারে প্রবেশ করতে আগ্রহ প্রকাশ করেন মাস্ক। কিন্তু চড়া হারের কর বাধা হয়ে দাঁড়ায়। তার জন্য বার বার পিছিয়ে যান তিনি। এমনিতেই টেসলার গাড়ির দাম বেশি। তার উপর চড়া হারে কর চাপলে, মানুষ আগ্রহ দেখাবেন না, এমনই যুক্তি ছিল মাস্কের। কিন্তু ভারতের কারখানায় গাড়ির উৎপাদন হলে, সেই খাঁড়া এড়ানো সম্ভব। গতমাসে আমেরিকায় মাস্কের সঙ্গে সেই নিয়ে কথাও হয় নরেন্দ্র মোদির। মোদি মাস্ককে ভারতে বিনিয়োগে আহ্বান জানান।