Twitter Blue: ফের পিছিয়ে যেতে পারে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের (Twitter Blue Subscription) লঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে ৩০ শতাংশ অ্যাপ স্টোর (Apple App Store) ফি দেওয়ার কথা বলা হয়েছে। আর তার জন্যই ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ পিছিয়ে দিতে পারেন। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কিন্তু শোনা যাচ্ছে এবারও পিছিয়ে যেতে পারে ট্যুইটারের এই ফিচারের লঞ্চ। উল্লেখ্য, যদি এবারও এই ফিচারের লঞ্চ পিছিয়ে যায়, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ পিছিয়ে যাবে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। মাসিক ৮ ডলারের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের বিষয়টি যে ফের পিছিয়ে যেতে পারে, সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। নতুন করে কবে এই ফিচার চালু হতে পারে তাও জানা যায়নি। 


গত কয়েকদিনে ইলন মাস্ক অ্যাপেল অ্যাপ স্টোরের পলিসি অর্থাৎ নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। চলছে জোরদার সমালোচনাও। ট্যুইটারে অ্যাপেল কেন বিজ্ঞাপন দিচ্ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে ইলন মাস্কের একাধিক অভিযোগের ভিত্তিতে এখনও অ্যাপেলের তরফে কিছু বিবৃতি দেওয়া হয়নি। এমনকি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যদি অ্যাপেল স্টোর (Apple Store) এবং গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন। যদিও ইলন মাস্ক জানাননি তিনি কী ফোন তৈরি করবেন। 


Twitter Blue: এর আগে বলা হয়েছিল ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠানোর আগেই যোগ করা যাবে ক্যাপশন, কারা পাচ্ছেন সুবিধা?