কলকাতা: চাকরি থেকে ছাঁটাই (Sack from job) করা হয়েছে। তারপরেও ভোগান্তি কমেনি। সেই ছাঁটাই কর্মীদের চিঠি পাঠাল এলন মাস্কের সংস্থা। কেন? সংস্থার দাবি, ছাঁটাই হওয়া কর্মীদের যে পাওনাগন্ডা মেটানো হয়েছে- তাতে ভুল করে সংস্থার তরফে বেশি টাকা দেওয়া হয়েছে। তাই ওই টাকা ফেরত পাঠানোর নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে এলন মাস্কের সংস্থা। এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে Sydney Morning Herald-এ।


কী দাবি সংস্থার?
মাস্কের মালিকানাধীন X (আগে যা ট্যুইটার) (X) এর তরফে হিসেবসংক্রান্ত একটি ভুলের কথা জানানো হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, আমেরিকার ডলার থেকে অস্ট্রেলিয়ার ডলারে Currency Conversion-এর সময় ভুল হিসেবের কারণে ছাঁটাই হওয়ার কর্মীদের অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। সেই টাকাটাই ফেরত দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সেই ফেরতযোগ্য অর্থের পরিমাণ কারও কারও ক্ষেত্রে ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রয়েছে।


ছাঁটাই করার (X sacked employee) সময় ওই কর্মীদের (Twitter downsize) যে যে সুবিধা এবং প্রাপ্য অর্থ মেটানো হয়েছে। সেই সময়ে X-এর তরফে কারেন্সি কনভার্সনের সময় ভুল করা হয়েছে বলে দাবি


। সেই ভুল হিসেবের জন্য় ১৫০০ মার্কিন ডলার থেকে ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেশি অর্থ দেওয়া হয়েছে বলে দাবি। প্রতিবেদন সূত্রের খবর, জনা ছয়েক প্রাক্তন X কর্মীকে এই কারণে আইনি চিঠি পাঠানো হয়েছে।     


NDTV-এর প্রতিবেদন অনুযায়ী, সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে X-এর এশিয়া প্যাসিফিক হিউম্যান রিসোর্স দফতরের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে,২০২৩ সালের জানুয়ারিতে এমন অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। সেই কারণেই তা ফেরত চেয়ে পাঠানো হয়েছে।       


মাস্কের (Elon Musk) ট্যুইটার অধিগ্রহণের পর থেকেই এই সোশ্যাল মিডিয়া সংস্থার কর্মীদের একাংশ নানা অভিযোগ তুলেছেন। ওই সংস্থা শ্রম আইন (Labor Law) ভেঙে কাজ করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংস্থা অধিগ্রহণের পরে নির্বিচারে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংস্থার তরফে প্রাপ্য নিয়েও গোলমাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ধাক্কা টাটা মোটর্সকে! গাড়িবাজারে একলাফে দ্বিতীয় স্থানে আরেক দেশীয় সংস্থা