New Rule From 1 May: আপনার হাতে রয়েছে আর কয়েকদিন সময়। 1 মে 2024 থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কিং ছাড়াও আরও অনেক নিয়ম (Financial Rule Change)। মে মাসের শুরুতে, অনেক নিয়মে পরিবর্তন আসবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। জেনে নিন , কী কী রয়েছে নতুন নিয়মে।
কোন কোন নিয়মে পরিবর্তন
১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দাম, আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের চার্জে পরিবর্তন হতে চলেছে। এই পরিস্থিতিতে আগামী মাস থেকে আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হতে হবে।
ইয়েস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন
ইয়েস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন প্রোডাক্টে ন্যূনতম গড় ব্যালেন্স পরিবর্তন করা হয়েছে। এখন ইয়েস ব্যাঙ্ক প্রো ম্যাক্সে ন্যূনতম গড় ব্যালেন্স 50,000 টাকা হয়ে গেছে। সর্বোচ্চ চার্জ 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে সেভিং অ্যাকাউন্ট প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এসএ এবং ইয়েস এসেন্স এসএ-তে ন্যূনতম গড় ব্যালেন্স (এমএবি) সীমা এখন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ চার্জ 750 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট PRO-তে সর্বনিম্ন ব্যালেন্স হল 10,000 টাকা। এতে সর্বোচ্চ ফি এখন হয়েছে ৭৫০ টাকা।
বদলেছে ICICI ব্যাঙ্কের নিয়ম
আইসিআইসিআই ব্যাঙ্ক তার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত পরিষেবা চার্জের নিয়ম পরিবর্তন করেছে। এখন ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের গ্রামীণ এলাকায় বার্ষিক 99 টাকা এবং শহরে 200 টাকা দিতে হবে৷ এখন আপনাকে ব্যাঙ্কের 25 পৃষ্ঠার চেক বইয়ের জন্য কোনও ফি দিতে হবে না। এর পরে আপনাকে প্রতি পাতায় 4 টাকা ফি দিতে হবে। এখন IMPS-এর লেনদেনের পরিমাণ প্রতি লেনদেন 2.50 থেকে 15 টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
HDFC ব্যাঙ্ক বিশেষ FD স্কিমের সময়সীমা বাড়িয়েছে
HDFC ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বিশেষ FD স্কিমের সময়সীমা বাড়িয়েছে অর্থাৎ HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার FD 10 মে পর্যন্ত রেখেছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা 5 থেকে 10 বছরের জন্য FD স্কিমে 7.75 শতাংশ সুদের হারের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা 5 কোটি টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন
প্রতি মাসের প্রথম তারিখে তেল কোম্পানিগুলো দেশীয় ও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে। মে মাসের প্রথম তারিখে গ্যাসের দামে পরিবর্তন সম্ভব। তাই দাম বাড়লে আপনার পকেটে পড়বে টান।
আরও পড়ুন: Fixed Deposit: HDFC না SBI, প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে কোথায় মিলছে বেশি সুদ ?