পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : একের পর এক বিতর্ক লেগেই রয়েছে রাজ্যজুড়ে। এবার বাঁকুড়ায় । প্রভাব খাটিয়ে মেয়ের বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অভিযোগ উঠল বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সনের (Bankura Municipality Chairperson) বিরুদ্ধে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সরব একাংশ এলাকাবাসীও।


সম্প্রতি বাঁকুড়া শহরে স্বাস্থ্য পরিষেবার (Health Service) উন্নতির লক্ষ্যে মোট ১০ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন দিয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। পুরসভা সূত্রে জানা গেছে, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া বাড়িতে থেকেই স্বাস্থ্য পরিষেবা চালু করার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় সেই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হলেও, বাঁকুড়া পুরসভার ১১ নং ওয়ার্ডের ভাড়া বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করাকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক।


বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন-


মেয়ের বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার। চেয়ারে বসে প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন চেয়ারম্যান, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ, তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার মোটা অঙ্কের ভাড়া পাইয়ে দিতে নিজের মেয়ের শ্বশুরবাড়িতে এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু করেছেন। স্বজন পোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা।


আরও পড়ুন ; 'শর্ত না মানা'য় গাড়ি থেকে নামিয়ে 'বেধড়ক মার' কারখানার ম্যানেজারকে, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী


এদিকে প্রচার ছাড়ায় একটা অনুপযুক্ত জায়গায় এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হল কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীও। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন। 


যদিও অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান। তাঁর দাবি, এলাকায় সাময়িক ভাবে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করতে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল না। সেইজন্য মেয়ের বাড়িটি ১১ মাসের চুক্তিতে ভাড়া নেওয়া হয়েছে। সুস্বাস্থ্য ভবন নির্মাণ হয়ে গেলে ভাড়া ছেড়ে দেওয়া হবে।