নয়াদিল্লি: হাজারো ছাড়ের পসরা সাজিয়ে ফের আসছে Flipkart। শীঘ্রই উৎসবের মরশুমের আগে বছরের সবথেকে বড় সেল শুরু হবে ই-কমার্স প্লাটফর্মে। ইতিমধ্যেই 'বিগ বিলিয়ন ডে' সেলের টিজার ছেড়েছে ফ্লিপকার্ট।
সূত্রের খবর, স্মার্টফোন, ইলেকট্রনিক্স ছাড়াও জামা-কাপড়ে বিশাল ছাড় দিতে চলেছে কোম্পানি।শোনা যাচ্ছে, কিছু বিশেষ ক্যাটিগরিতে বিশাল ছাড় ঘোষণা করতে চলেছে Flipkart। ইলেকট্রনিক্সে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে কোম্পানি।ইতিমধ্যেই Apple-এর iPhone 12 series-এ ছাড় দেওয়া শুরু করেছে কোম্পানি।
১৪ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকেই শুরু হচ্ছে অ্যাপলের মেগা ইভেন্ট। সেখানেই Apple-এর বহু প্রতীক্ষিত ফোন iPhone 13 series লঞ্চ হওয়ার কথা। তার আগেই কম দামে আইফোন ১২ সিরিজের ফোন ছাড়ছে Flipkart। এখানেই শেষ নয়।Vivo, Oppo ও Samsung-এর ফোনেও বড় ছাড় দিতে চলেছে কোম্পানি।
মূলত, মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়ে 'টিজ' করেছে Flipkart। এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এই অনলাইন জায়ান্ট। জামা-কাপড়ের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে কোম্পানি।
ঘর ও রান্নার জিনিসপত্র শুরু হচ্ছে ৯৯টাকা থেকে। সাজার জিনিস, খেলনা ও মেক আপের সরঞ্জামও পাওয়া যাবে অবিশ্বাস্য দামে। সেই ক্ষেত্রে ন্যূনতম এইসব প্রোডাক্টের দাম হবে ৯৯টাকা। আসবাবপত্র ও ম্যাট্রেস পাওয়া যাবে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়ে। ইতিমধ্যেই ছাড়ের বিষয়ে বেশকিছু তথ্য সামনে আসছে। যেখানে জানা যাচ্ছে, সব ধরনের জিনিসেই ৭০ শতাংশ ছাড় দেবে ফ্লিপকার্ট।তবে একই ধরনের একাধিক প্রোডাক্ট কিনলে আরও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।পুজোর মরশুমে ইতিমধ্যেই কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বেশকিছু কোম্পানি। নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রেও পাওয়া যেতে বেশকিছু ছাড়। তবে অবশ্যই তা 'বিগ বিলিয়ন ডে'র মতো হবে না।
আরও পড়ুন : Banking Tips: ভুল করে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে টাকা, ফেরত পাবেন কীভাবে ?
আরও পড়ুন : Aadhaar Shila: দিনে ২৯ টাকা দিয়ে পান ৪ লক্ষ, মহিলাদের জন্য 'আধার শিলা' যোজনা LIC-র
আরও পড়ুন : Zomato Co-Founder Resigns: কোম্পানি ছাড়লেন 'Zomato IPO-র মুখ' গৌরব গুপ্তা, গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি