নয়াদিল্লি: মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিশেষ যোজনা রয়েছে LIC-র। 'আধার শিলা' (Aadhaar Shila) নামের এই পলিসিতে দিনে ২৯ টাকা করে জমিয়ে মেয়াদ শেষে ৪ লক্ষ টাকা পেতে পারবেন আমানতকারী। এ ছাড়াও সঙ্গে রয়েছে বিশেষ সুবিধা।


সম্প্রতি এই জীবন বিমা পলিসি জনপ্রিয়তা পেয়েছে মহিলাদের মধ্যে। তবে এই পলিসির নাম আধার শিলা রাখার বিশেষ কারণ রয়েছে LIC-র। মূলত, আধার কার্ড রয়েছে এমন মহিলারাই 'আধার শিলা' (Aadhaar Shila)পলিসি করতে পারবেন।২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই পলিসি আনে Life Insurance Corporation Of India। জীবন বিমার পাশাপাশি সঞ্চয়ের সুবিধা রয়েছে এই পলিসিতে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই পলিসিতেই ঋণ নিতে পারবেন মহিলারা।


'আধার শিলা' পলিসি কারা করতে পারবেন ?
আধার কার্ড রয়েছে এমন মহিলারাই এই পলিসি করতে পারবেন।তবে সেই ক্ষেত্রে আমানতকারীর বয়স ৮-৫৫ বছরের মধ্যে হতে হবে। কেউ চাইলে ১০ বছরের জন্য এই পলিসি করতে পারেন। তবে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত 'আধার শিলা' পলিসি (Aadhaar Shila) করা যেতে পারে। সেই ক্ষেত্রে কোনওভাবেই মহিলার বয়স যেন ৭০ বছর না অতিক্রম করা সেদিকে খেয়াল রাখতে হবে।


বিমার পরিমাণ(LIC insured amount)
এই পলিসির নিয়ম অনুসারে সংস্থা ন্যূনতম ৭৫ হাজার টাকার নিশ্চিত বিমা রাশির প্রতিশ্রুতি দেয়।নিয়ম মেনে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত বিমা রাশির প্রতিশ্রুতি দিচ্ছে LIC। 'আধার শিলা' (Aadhaar Shila) পলিসিতে দুর্ঘটনাজনিত বিমাও কভার করবে LIC। এই পলিসিতে দিনে ২৯ টাকা দিয়ে ৪ লক্ষ টাকা পেতে পারেন পলিসি হোল্ডার।


কত টাকা প্রিমিয়াম দিতে হবে ?
ধরে নিন, বিমাকারী মহিলার বয়স ৩০। মহিলা ২০ বছরের জন্য 'আধার শিলা' পলিসি করেছেন। সেই ক্ষেত্রে তিনি প্রতিদিন ২০ বছরের জন্য ২৯ টাকা করে প্রিমিয়াম বাবদ জমা দিয়েছেন। প্রথম বছর ৪.৫ শতাংশ ট্যাক্স নিয়ে ১০,৯৫৯ টাকা বিমার প্রিমিয়াম জমা দিতে হবে তাঁকে। পরবর্তী বছরগুলিতে বিমাকারীকে ১০,৭২৩ টাকা করে দিতে হবে। এইভাবে বিমার প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক নিয়মে জমা দিতে পারবেন মহিলারা। ২০ বছর ধরে এই নিয়মে আপনি ২১৪,৬৯৬ টাকা জমা দিচ্ছেন। মেয়াদ শেষের পর যা ৩,৯৭,০০০টাকায় দাঁড়াচ্ছে। 


মেয়াদের পর কত টাকা ?(maturity benefit)
'আধার শিলা' পলিসির মেয়াদ পূর্ণ হলে মহিলা ৪ লক্ষ টাকা পাবেন। এর মধ্যে ২ লক্ষ টাকা বিমার নিশ্চিত প্রাপ্য অর্থ(Sum Assured) ছাড়াও ২ লক্ষ টাকার বোনাস।


কীভাবে জমা হবে প্রিমিয়াম ? (Premium payment)
LIC-র এই পলিসিতে মহিলারা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক নিয়মে প্রিমিয়াম জমা দিতে পারবেন। কোনও কারণে এই পলিসিতে আপনি প্রিমিয়াম দিতে না পারলে আরও ৩০ দিন ছাড় দেয় জীবন বিমা নিগম। তবে প্রতি মাসে প্রিমিয়াম দিলে সেই ক্ষেত্রে ১৫ দিনের প্রিমিয়াম জমার ছাড় পাবেন আপনি।  


নগদ সুবিধা (cash benefit)
পলিসি শুরুর ৫ বছরের মধ্যে আমানতকারীর মৃত্যু হলে বিমার Sum Assured-এর সম পরিমাণ টাকা দেবে LIC। যদি বিমা করার পাঁচ বছরের পর আমানতকারীর মৃত্যু হয়, সেই ক্ষেত্রে Sum Assured-এর পাশাপাশি বোনাসও দেবে বিমা সংস্থা।  


বিমা পলিসির মেয়াদ পূর্ণ হলে কীভাবে টাকা ?
'আধার শিলা' (Aadhaar Shila)পলিসির মেয়াদ পূর্ণ হলে একসঙ্গে টাকা তুলতে পারেন আমানতকারী। চাইলে মাসে মাসেও এই টাকা নিতে পারেন বিমাকারী। প্রয়োজনে ২ বছর এই পলিসি চালানোর পর তা সারেন্ডার করতে পারেন পলিসি হোল্ডার।তিন বছর পর পলিসি থেকে ঋণ নিতে পারেন বিমাকারী। সবথেকে বড় বিষয় মেয়াদের পর বিমার রাশি ধারা 10(10D)অনুসারে ট্যাক্স ফ্রি।


  আরও পড়ুন : LIC Policy Update: LIC-র বিশেষ ঘোষণা, সব পলিসি হোল্ডারদের করতে হবে এই কাজ


আরও পড়ুন : LIC Update : LIC-র প্রিমিয়াম জমা পড়ছে তো ? কীভাবে ঘরে বসে দেখবেন পলিসি স্ট্যাটাস ?


আরও পড়ুন : LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি