নয়াদিল্লি: 'ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে'জ (Flipkart Big Billion Days)-এর দিন এখনও ঘোষণা করেনি কোম্পানি। তবে শুরু হয়ে গেছে বছরের মেগা সেল নিয়ে Flipkart-এর প্রচার। টেক সাইটগুলির খবর সত্যি হলে ২৪ সেপ্টেম্বর থেকে সেল চালু করতে পারে এই ই-কমার্স সাইট।
Flipkart Big Billion Days কবে থেকে শুরু হতে পারে সেল ?
কোম্পানি নিশ্চিত না করলেও শোনা যাচ্ছে চলতি সপ্তাহ থেকেই সেল শুরু করতে পারে ফ্লিপকার্ট(Flipkart)। ইতিমধ্যেই সেলের বিজ্ঞাপন শুরু করেছে কোম্পানি। যেখানে বিল বিলিয়ন ডে-র পোস্টারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে। তারিখ ঘোষণা না করলেও শীঘ্রই সেল আসছে বলে জানিয়েছে ফ্লিপকার্ট(Flipkart)।
কোন দিন কী ফোন লঞ্চ ?
ই-কমার্স প্লাটফর্ম নিয়ে একটি সাইট জানিয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশাল সেলের আয়োজন করতে চলেছে ফ্লিপকার্ট (Flipkart)। যেখানে ৬টি নতুন কোম্পানি তাদের ফোন লঞ্চ করবে।এই তালিকায় নাম রয়েছে Motorola, Oppo, Poco, Realme, Samsung ও Vivo-র। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 series। ২৭ সেপ্টেম্বর ফোন লঞ্চ করতে চলেছে Vivo। শোনা যাচ্ছে , ২৮ তারিখ ফ্লিপকার্টে তাদের ফোন আনছে স্যামসাং। তবে
এদিনই অ্যামাজনে Galaxy M52 5G আনার কথা দক্ষিণ কোরিয়ার কোম্পানির। এরপরই লাইন দিয়ে রয়েছে পোকো, ভিভো। ১ অক্টোবর এই ই-কমার্স সাইটে ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। এত ফোনের লঞ্চের কথা মাথায় রেখেই মনে করা হচ্ছে, ২৪সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর Big Billion Days শুরু করবে Flipkart।
এদিকে Flipkart Big Billion Days-কে টক্কর দিতে Amazon Great Indian Sale আসছে। ইতিমধ্যেই এই বিশাল সেলের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে হতে চলেছে দুই যুযুধান ই-কমার্স সাইটের বাম্পার সেল। তবে এখনও সেলের নির্দিষ্ট তারিখের বিষয়ে কিছু বলেনি দুই কোম্পানি।
অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট। সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। সূত্রের খবর- Echo, Kindle ও Fire TV-তে বিশাল পরিমাণে ছাড় দিতে পারে Amazon। উৎসবের মরশুমে সেলে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে অ্যামাজনে।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL
আরও পড়ুন : SBI Alert: মাসে ৯০,০০০ টাকা পর্যন্ত আয়, ব্যবসার সুযোগ দিচ্ছে State Bank
আরও পড়ুন : Samsung Galaxy S22 Series : Apple-এর পর ফ্ল্যাগশিপ ফোন আনছে Samsung, থাকবে এই বিশেষ স্পেকস