Car Company Layoffs 2023: প্রযুক্তি কোম্পানিগুলির পর এবার গাড়ি শিল্পে ঝুলছে খাড়ার ঘাঁ।  আমেরিকার অন্যতম বড় কোম্পানি ফোর্ড জানিয়েছে,  কর্মী ছাঁটাই করবে তারা। সংস্থার তরফে বলা হয়েছে,  ক্রমবর্ধমান ব্যয় কমাতে ও শিল্পের পরিকাঠামোগত পরিবর্তনের জন্যই এই পদক্ষেপ নিতে হচ্ছে ফোর্ডকে । এই পরিস্থিতিতে আগামী তিন বছরে কোম্পানির সঙ্গে যুক্ত ৩,৮০০ জন চাকরি হারাবেন (Ford Layoffs)।


Ford Layoffs: ভারতেও কি পড়বে প্রভাব ?
এই ছাঁটাই ইউরোপের কর্মচারীদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে। ব্রিটেন, জার্মানির মতো দেশে ফোর্ডে সবথেকে বেশি সংখ্যক মানুষ চাকরি হারাবেন। মূল্ত, পেট্রোল ডিজেলের গাড়ি থেকে এবার বৈদ্যুতিক গাড়িতে মনোনিবেশ করতে চাইছে কোম্পানি। সেই কারণেই কোম্পানির বাকি খরচ কমাতে এই বড় ছাঁটাই ঘোষণা করা হয়েছে। সংস্থা জানিয়েছে, প্রায় ২৩০০ জনকে প্রথম ধাপে ছাঁটাই করা হবে। সেখানে ১৩০০ জনকে ব্রিটেনে ও প্রায় ২০০ জনকে ইউরোপের বাকি অংশে ছাঁটাই করা হবে।


Car Company Layoffs 2023: কোম্পানির ফোকাস বৈদ্যুতিক গাড়ির উপর
ফোর্ড বলছে যে কোম্পানি ২০২৫ সালের মধ্যে ইউরোপে তার বৈদ্যুতিক গাড়ি সম্প্রসারণের জন্য কাজ করছে।  এর আগে সংস্থা জানিয়েছিল,  তারা এই বছরের শেষ নাগাদ ইউরোপে তৈরি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির উত্পাদন শুরু করবে। কোম্পানি তার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় ২৮০০ জনকে ছাঁটাই করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বাকি এক হাজার কর্মীকে প্রশাসনিক পদ থেকে ছেঁটে ফেলা হবে। তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে কর্মীদের চাকরি থেকে সরানো হবে।


Ford Layoffs: কী বলছেন কোম্পানির অন্যতম প্রধান 
ইতিমধ্য়েই ছাঁটাই নিয়ে বিবৃতি দিয়েছেন ইউরোপে ফোর্ডের অন্যতম কর্ণধার মার্টিন সানজদার। তিনি জানিয়েছেন,  এই সিদ্ধান্ত কোম্পানির জন্য খুবই কঠিন ছিল। তবে বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। পাশাপাশি তিনি আরও বলেন, ''আগামী দিনে কর্মচারীদের কল্যাণে কোম্পানি সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করবে।''


কোম্পানিটি ইতিমধ্যেই ছাঁটাই করেছে
ফোর্ড এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও ব্যাপক ছাঁটাই করেছিল। সেবার কোম্পানির সিদ্ধান্তে ইউরোপ জুড়ে প্রায় ৩২০০ কর্মী চাকরি হারিয়েছিলেন। ফোর্ড জানিয়েছে,  ২০২৫ সালের মধ্যে জার্মানির সারলুইস প্ল্যান্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে কোম্পানি।


Disney Layoffs: বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতি ঘোষণা করেছিল, খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে কোম্পানিতে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 


আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। কোন কোনও সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই চলছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলিতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম জুড়েছে ডিজনি সংস্থাও। 


Job Layoffs: বিশ্ববাজারে মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলিতে। যার জেরে একে একে মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিতে বহু কর্মীর চাকরি গেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন লিঙ্কডইন।  


আরও পড়ুন : Disney CTO Quits: কোম্পানিতে ৭০০০ কর্মী ছাঁটাই ! শুনেই পদত্যাগ করলেন ডিজনির অন্যতম প্রধান