Gold Price Today: আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা। আজ শেয়ার বাজারে বিরাট পতন দেখা গিয়েছে। আর সেই পতনের ছাপ কিন্তু সোনা-রুপোর দামে পড়েনি। ভোটের ফলাফলের দিনে সোনা-রুপোর দাম বাংলা জুড়ে বেশ খানিকটা বেড়েছে আবার। আজ সোনা কিনতে গেলে আপনার কত খরচ হবে দেখে নিন একঝলকে। 

মঙ্গলের বাজারে কী বদল সোনার দামে

আজ মঙ্গলবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২৩৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৮৭ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৮২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৫৭ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম। মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে ৯১ হাজার ৫৩০ টাকা। 

আজকের সোনার দর (৪ জুন, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭২৩৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৮৭
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫৮২
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭৫৭

 

রুপো (৯৯৯) ১ কেজি ৯১,৫৩০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ মঙ্গলবার আবার খানিক দাম বেড়ে গিয়েছে সোনার। ভোটের ফলাফলের হাওয়ায় দাম বেড়ে গিয়েছে সোনার। কিনতে গেলে বেশি খরচ হবে সোনার দামে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Ola Layoffs: আইপিও আসার আগেই কর্মী ছাঁটাই, আশঙ্কা বাড়ছে এই সংস্থার কর্মীদের