Gold Price Today: সোনার দাম আবার বাড়ল। গতকাল খানিক স্বস্তি মিলেছিল সোনার দামে (Gold Price)। তবে আর স্বস্তি টিকল না। আজ মঙ্গলবার ২ জুলাই বাজারে আবার আগুন হল সোনার দাম (Gold Silver Price)। ৭১ হাজারের ঘর ছাড়াল সোনা। অনেকেই বলছেন, আর কিছুদিনের মধ্যেই সোনার দাম বেড়ে যাবে হু হু করে। ৮০ হাজারের ঘরেও পৌঁছে যেতে পারে সোনার দাম। দেখে নিন আজ সোনা কিনতে গেলে কত খরচ হবে। কী বলছে রেটচার্ট ? 

আজকে সোনার দর কত ? (২ জুলাই, ২০২৪)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১৬৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮৪১
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫১৮
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬২৩

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৮,৪১৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম বাড়ল আজ

আজ মঙ্গলবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি বেড়ে গিয়েছে আবার। এখন ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে এখন ৭১৬৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের বেড়ে হয়েছে ৬৮৪১ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫১৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬২৩ টাকা। মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৮ হাজার ৪১৮ টাকা।

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: বাড়ি-ফ্ল্যাটের দাম আরও বাড়বে রাজ্যে, পকেটে টান পড়বে আপনারও ?